কীভাবে টিম বাস মিস করায় মারাদোনার সঙ্গে দেখা, প্রথম সাক্ষাতের নাটকীয় মুহূর্ত শেয়ার নেইমারের
কিংবদন্তি মারাদোনার প্রয়াণের পর তাঁকে শ্রদ্ধা জানানো থেকে স্মৃতিরোমন্থন খেলার দুনিয়ার। ফুটবল ঈশ্বর চিরঘুমে চলে গেলেও, ফ্যানেদের মনে হাজারও স্মৃতিতে বেঁচে থাকবেন মারাদোনা। মেসি সম্প্রতি শেষ জীবনে মারাদোনার খেলা নিউ ওয়েল ওল্ড বয়েসের ১০ জার্সি পরে গোল উৎসর্গ করে সম্মান জানিয়েছেন। অন্যদিকে মারাদোনার নামে স্টেডিয়ামের নামকরণ করে ফুটবলের রাজপুত্রকে সম্মান জানিয়েছে নাপোলি। এবার মারাদোনার সঙ্গে নাটকীয় প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন ব্রাজিলীয় তারকা নেইমারের।

কীভাবে টিম বাস মিস করায় মারাদোনার সঙ্গে দেখা
নেইমার এক প্রতিক্রিয়ায় কীভাবে টিম বাস মিস করায় মারাদোনার সঙ্গে দেখা হয়েছিল, সেকথা জানিয়েছেন। প্যারিস সেন্ট জার্মেইন তারকা নেমার তখন স্যান্টোসের হয়ে সবে শুরু করেছেন। ২০০৯ সালে ব্রাজিল ও আর্জেন্তিনার প্রাক্তন তারকাদের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচে খেলতে এসেছিলেন মারাদোনা।

মারাদোনাকে নিয়ে স্মৃতি রোমন্থন নেইমারের
স্মৃতিরোমন্থন করে নেইমার বলেছেন, 'ব্রাজিলের টিম বাস ভর্তি হয়ে গিয়েছিল। আমি ওই বাসে উঠতে পারিনি। আমাকে আর্জেন্তিনার বাসে তুলে দেওয়া হয়। আর্জেন্তিনার দু'জন প্লেয়ার সামনের সারিতে বসেছিলেন। এক জন আলেহান্দ্রো মানকুসো। অন্যজন মারাদোনা।'

দিয়েগোর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিলেন নেইমার
সঙ্গে নেইমার আরও জুড়েছেন, সেই সময় আমার বয়স ১২-১৩ বছর হবে। মারাদোনা সেদিন আমাকে কাছে ডেকে নেন। ফুটবল ঈশ্বরের সঙ্গে সেই সাক্ষাতের কথা আমি কোনও দিন ভুলতে পারব না। তবে মারাদোনার সঙ্গে খুব বেশি অবশ্য সাক্ষাৎ হয়নি।'

আর্জেন্তিনার লকায় রুমে নিয়ে যান মারাদোনা
নেইমার আরও বলেছেন, 'সেদিন মারাদোনা অনেকটা সময় দিয়েছিলেন। বাসে তাঁকে ভালোবাসা উজার করে দেওয়ার পর মারাদোনার সঙ্গে প্রথমবার ছবি তোলার সুযোগ এসেছিল। আমি নিজে কিছু বলার আগেই মারাদোনাই আমাকে ডেকে ছবি তুলেছিলেন। তাঁর থেকে এমন ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আর্জেন্তিনার লকার রুম ও ঘুরে দেখিয়েছিলেন।'