ভারতে দুটি ভ্যাকসিন নিয়ে সম্ভাবনার কথা শোনালেন এইমস প্রধান ! কী জানালেন
ভারতে এই মুহূর্তে দুটি ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। আর তাদের নিয়েই সম্ভবনা দেখছেন এইমস প্রধান। ২০২১ সালের জানুয়ারিতে যদি আপৎকাল তৈরি হয়, তাহলে এই দুটি ভ্যাকসিন দেশের জন্য কার্যকরী হতে পারে।

এর আগে, ইউকের তরফে ফাইজারকে ছাড়পত্র দেওয়া হয়েছে সেদেশের করোনা ভাইরাস ভ্যাকসিনের জন্য। যা সাম্প্রতিক সময়ের থেকে অনেকটাই আগে রয়েছে। এইমস প্রধান রণদীপ গুলেরিয়া বলেন, ভারতের নিজস্ব ভ্যাকসিনের মধ্যে ২ টি আপাতত তৃতীয় পর্বের ট্রায়ালে । সেই ট্রায়াল সম্পন্ন হলেই তা আপৎকালে ব্যবহার করা যেতে পারে।
মূলত ভারতে কোনও ভ্যাকসিনের অনুমোদনের ক্ষেত্রে আপৎকালীন পরিস্থিতির ক্ষেত্রে নিয়ম খানিকটা ইউকের মতো। ফলে এদেশে সহজে করোনার ভ্যাকসিন পরিস্থিতির প্রেক্ষাপটে ছাড় পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সিএসআইএর ও আইআইএমের তরফে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে যদি ফাইজার ভারতে সঠিক পথে অনুমোনদন চায়, তাহলে তার সমস্থ তথ্য ঠিক থাকলেই, কয়েক দিন বা সপ্তাহের মধ্যে তা অনুমোদিত হবে।
এদিকে প্রধানমন্ত্রী ভ্যাকসিন সম্রর্কিত গত সর্বদলীয় বৈঠকে সাফ জানিয়েছেন যে আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনা ভ্যাকসসিন আসবে। ফলে আশার পারদ চড়ছে। মোদী বলেন, প্রায় ৮ টি ভ্যাকসিন এই মুহূর্তে নিজের ট্রায়ালের শেষ পর্যায়ে আছে । এই ভ্যাকসিনগুলি ভারতে তৈরি হবে এটা নিশ্চিত হয়ে রয়েছে। ভারতের নিজস্ব তিনটি ভ্যাকসিন তৈরি হচ্ছে। যা খুব শিগগিরই বাজারে আসবে বলে তিনি বক্তব্য রাখেন।