হায়দরাবাদে বিজেপির 'নৈতিক' জয়, দাক্ষিণাত্যের গেরুয়া ঝড়ের সমীকরণেই বাংলা জয়ের ছক?
২০০৯-এ সংখ্যাটা ছিল ৬। ২০১৬-তে গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনে আরও মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। মাত্র চারটি আসনে জয়লাভ করেছিল তারা। কিন্তু, ২০২০-র নির্বাচেন অনেকটাই ঘুরে দাঁড়াল গেরুয়া শিবির। মোট ১৫০টি আসনের মধ্যে এবার বিজেপি পেয়েছে ৪৮টি। নির্বাচনে টিআরসকে হারাতে না পারলেও দক্ষিণ ভারতে বিজেপির এই উথ্থানে উচ্ছ্বসিত দল।

বাংলাতেও মেরুকরণের রাজনীতি
মূলত মেরুকরণের রাজনীতির হাত ধরেই বিজেপি হায়দরাবাদের মতো জায়গায় পদ্ম ফুটিয়েছেন। এই পথেই হেঁটে বাংলাতেও মেরুকরণের রাজীতির আবহাওয়া তৈরি করতে চাইছে বিজেপি। উত্তরবঙ্গে মিম-এর প্রবেশ, বিজেপির সেই সমীকরণ বাস্তবায়িত করার বিষয়টি আরও সহজ করে দেবে।

দক্ষিণ ভারতে বিজেপির আধিপত্য আরও বাড়বে
এদিকে হায়দরাবাদের জয়ের বিষয়ে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গোপালকৃষ্ণ বলেন , 'জিএইচএমসি-র নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ফলাফল খুবই ভালো হয়েছে, উৎসাহজনক। দীর্ঘদিন ধরে আমরা দক্ষিণ ভারতে আমাদের সরকার গঠনের চেষ্টা করছি এবং এই ফল কিছুটা সেইদিকেই এগিয়ে দিল। কর্নাটকের পর , তেলাঙ্গানা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং হায়দরাবাদের নির্বাচন ইঙ্গিত দেয় যে, দক্ষিণ ভারতে ভারতীয় জনতা পার্টির আধিপত্য আরও বাড়তে চলেছে।'

কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই
তিনি আরও বলেন , 'অমিত শাহ বলেছিলেন, বাংলার পর আমরা কেরলকে একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে বিবেচনা করি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশাল চিন্তাভাবনা শেষ হয়ে আসছে। ধীরে ধীরে, কেরলে কমিউনিস্টরা যেভাবে আমাদের শ্রমিকদের অত্যাচার করছে এবং মানুষ হত্যা, আমরা তাদেরও নির্মূল করার লক্ষ্য নিয়েছি।' তিনি আরও দাবি করেন, পরের বছর তামিলনাড়ুতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই নির্বাচনে বিজেপি অবশ্যই তার আধিপত্য বাড়িয়ে তুলবে।

জোটের রাজনীতি করার প্রয়োজন নেই
হায়দরাবাদের নির্বাচনের ফলাফলের পর সেখানে জোটের রাজনীতি করার প্রয়োজন নেই বলে মনে করছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন , 'এখনও পর্যন্ত হায়দরাবাদ নির্বাচনের যে পরিস্থিতি সামনে এসেছে, আমরা তাৎক্ষণিকভাবে ক্ষমতা দখল করার জন্য কোনও তাড়াহুড়ো করছি না। সেখানকার বর্তমান পরিস্থিতি দেখে জোটের রাজনীতি করার কোনও যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। কেন্দ্রীয় নেতৃত্ব-ই এই সিদ্ধান্ত নেবে। তবে, এখনও পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি আছে বলে মনে হচ্ছে না।'

মিমকে টক্কর বিজেপির
গতকাল গ্রেটার হায়দরাবাদের পৌরনিগমের নির্বাচনে প্রথম থেকে এগিয়ে ছিল বিজেপি। গণনা কিছুটা এগোতে এগিয়ে যায় টিআরএস। কিন্তু বেলা যত বাড়ে টিআরএসকে জোর টক্কর দেয় গেরুয়া শিবির। শেষ পর্যন্ত টিআরএস ৫৫টিতে জয়ী হয়েছে। বিজেপি ৪৮টিতে। মিম ৪৪টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস দু'টি আসনে জয়ী হয়েছে। মোট ১৫০টি আসনের বাকি একটিতে (নেরেদমেট ওয়ার্ড) হাইকোর্টের নির্দেশে গণনা বন্ধ রয়েছে।
দূরত্ব বাড়ছে তৃণমূল-সাধন পাণ্ডের! 'দুয়ারে সরকারের' অলিন্দে আরও চওড়া ঘাসফুল শিবিরের ফাটল