শ্রীনগর: আবারও ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি-সহ উপত্যকার বিজেপি বিরোধী দলগুলির গুপকার জোটকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। এবার স্মৃতি ইরানির নিশানায় ফারুক-মেহবুবারা।

শনিবার জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় গিয়ে স্মৃতি বলেন, ‘‘গুপকার জোট পাকিস্তানের কোনও শরণার্থীকে ভোটাধিকার দেয়নি। তবে প্রধানমন্ত্রী মোদীই বুঝতে পেরেছিলেন যে, যারা পাকিস্তান ছেড়ে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের এই অধিকার দেওয়া উচিত।’’

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে বিজেপি বিরোধী দলগুলি একজোট হয়েছে। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার নেতৃত্বে তৈরি হয়েছে জোট।

সেই জোটে রয়েছে মেহবুবা মুফতির পিডিপি, কংগ্রেস, বাম-সহ ভূস্বর্গের একাধিক রাজনৈতিক দল। দাবি একটাই, কাশ্মীরের পৃথক রাজ্যের মর্যাদা ফেরাতে হবে। এই দাবিতেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা সাজাচ্ছেন ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতিরা।

শুরু থেকেই উপত্যকার এই গুপকার জোটকে নিশানা করছে বিজেপি। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই জোটের দাবিগুলির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর সওয়াল তোলা এই জোটে কংগ্রেসের অন্তর্ভুক্তি নিয়েও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সমালোচনা করেছেন অমিত শাহ।

শনিবার কাশ্মীরে গিয়ে আবারও ফারুক, মেহবুবাদের জোটকে নিশানা করলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সাম্বা জেলার ঘাগওয়ালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গুপকার জোটকে নিশানা করে বলেন, ‘‘গুপকার জোট পাকিস্তানের কোনও শরণার্থীকে ভোটাধিকার দেয়নি। তবে প্রধানমন্ত্রী মোদীই বুঝতে পেরেছিলেন যে, যারা পাকিস্তান ছেড়ে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের এই অধিকার দেওয়া উচিত।’’

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।