ভ্যাকসিন নিয়েও কেন করোনা আক্রান্ত হরিয়ানার মন্ত্রী? মুখ খুলল ভারত বায়োটেক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। আজ সকালে টুইট করে সংক্রমিত হওয়ার কথা জানান তিনি। দিনকয়েক আগে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে কোভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল।

ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন অনিল ভিজ
হরিয়ানার প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে প্রথম এই ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন অনিল ভিজ। কিন্তু তার পরেও করোনা আক্রান্ত হওয়ায় স্পষ্ট যে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রক্তে সুগার বেশি থাকায় উদ্বেগে চিকিৎসকরা।

কীভাবে করোনা আক্রান্ত হলেন অনিল ভিজ?
আজ সকালে মন্ত্রী ভিজ টুইটারে লেখেন , 'আমি করোনায় আক্রান্ত হয়েছি। এখন আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি রয়েছি।' এর পাশাপাশি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষার পরামর্শ দেন তিনি। এদিকে মন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার পর ভারত বায়োটেকের তরফে এক বিবৃতি দিয়েছে।

কী বলল ভারত বায়োটেক
এদিন মন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার পর ভারত বায়োটেকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোভ্যাক্সিন ক্লিনিকাল ট্রায়ালগুলি দু'টি ডোজের উপর ভিত্তি করে ২৮ দিনের ব্যবধানে দেওয়া হয়। ভ্যাকসিনের কার্যকারিতা দ্বিতীয় ডোজ দেওয়ার ১৪ দিন পর নির্ধারিত হবে। সেই হিসাবে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

২০ নভেম্বর অনিল ভিজ ভ্যাকসিন নেন
প্রসঙ্গত, ২০ নভেম্বর অনিল ভিজ (হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী) ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিয়েছিলেন। সেখানে তাঁর শরীরে কোভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। তিনি যে ভ্যাকসিন প্রয়োগে রাজ্যের প্রথম স্বেচ্ছাসেবক হতে চলেছেন, তা ভ্যাকসিন প্রয়োগের আগে নিজেই টুইট করে জানিয়েছিলেন।
বিজেপির পাশাপাশি দল ভাঙাচ্ছে মিম, উত্তরবঙ্গে সংখ্যালঘুদের সমর্থন হারিয়ে শঙ্কায় তৃণমূল!