• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কো-ভ্যাকসিন নেওয়ার কয়েকদিনের মধ্যেই করোনা আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। কয়েকদিন আগেই ভারতের দেশিয় করোনা ভ্যাকসিন কোভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের অংশীদার হয়েছিলেন তিনি। কোভ্যাকসিন নেওয়ার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত গন অনিল ভিজ। তারপরেই কোভ্যাকসিনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে গতকালই প্রধানমন্ত্রী জানিয়েছেন আগামি সপ্তাহের মধ্যেই করোনা ভ্যাকসিন পাবে দেশ।

 করোনা আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

কয়েকদিন আগেই হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়াসে শরিক হয়েছিলেন। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে প্রথম কোভ্যাক্সিন টিকা নিয়েছিলেন তিনি। তারপরেই গোটা দেশে শুরু হয়েছিল দেশিয় প্রযুক্তিতে তৈরি করোনা ভাইরাসের টিকা কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল।

নিজেই টুইটে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন করোনা পজিটিভ আমি। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত ২০ নভেম্বর আম্বালার হাসপাতালে করোনা ভাইরাসের টিকা কোভ্যাকসিন নিয়েছিলেন তিনি। টুইটে তিনি লিখেছেন অতোদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা যেন নিজেদের কোয়ারেন্টাইনে রাখেন।

English summary
Haryana health minister Anil Vij coronavirus infected after taking Covaxin shot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X