দুয়ারে সরকারের পরিষেবা কেমন চলছে, মাঠে নেমে খতিয়ে দেখলেন অভিনেত্রী সাংসদ নুসরত
বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের বেগমপুর বিবিপুর হাই স্কুল মাঠে দুয়ারে সরকারের পরিষেবা নিতে মানুষের ঢল। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মানুষের লম্বা লাইন। সেই মানুষদের আরও বেশি করে উৎসাহিত করতে আসরে এবার বসিরহাটের সাংসদ নুসরত জাহান। দুয়ারে সরকারের পরিষেবা কেমন চলছে, মাঠে নেমে খতিয়ে দেখলেন নুসরত।

এদিন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দুয়ারের সরকারে প্রকল্পগুলি নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করে তাদের বুঝিয়ে দেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা বাড়ি বসেই এই প্রকল্পের সুবিধা পাবেন।' পাশাপাশি সাংসদ জানান, ইতিমধ্যে ১০ লক্ষ মানুষ রাজ্য সরকারের এই পরিষেবা পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করেছে।
পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মানুষের পাশে থাকেন বসিরহাট জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি এটিএম আব্দুল্লাহ রণি, বসিরহাট ২নং পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধক্ষ্য সৌমেন মন্ডল সহ বসিরহাটের মহকুমা শাসক ও বসিরহাট ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা।
এই সুবিধা পেয়ে মানুষ অনেক উপকৃত হবেন বলে জানিয়েছেন সাংসদ। নুসরত জাহান এও বলেন, 'যেভাবে মানুষের লম্বা লাইন ও জনস্রোত দেখতে পাচ্ছেন। তাতে ২০২১ এর নির্বাচনে তৃণমূল সরকার যে আরো একবার প্রতিষ্ঠিত হবে তা বলাই বাহুল্য।'