তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় থাকলে অনেকে বড়-বড় নেতা হতে পারেন। গাছটার তলা থেকে সরে গেলে সে বুঝতে পারবে যে সে কতো বড় নেতা’। শনিবার বাঁকুড়ার তালডাংরায় দলীয় জনসভায় বক্তব্য রাখতে আবারও নাম না করে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।

শনিবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করে আবারও আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে নিয়ে আগেও একবার যা বলেছিলেন এদিনও সেই মন্তব্যই টেনে আনলেন।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া না থাকলে কে কত বড় নেতা তা বুঝবেন’, নাম না করে শনিবার বাঁকুড়ার তালডাংরায় দলীয় কর্মসূচি থেকে এভাবেই নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন শ্রীরামপুরের সাংসদ।

এরই পাশাপাশি এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কল্যাণ। তিনি বলেন, ‘‘দু’নম্বরী শিল্পপতিদের নিয়ে রাজ্যপাল টী পার্টি করেন’’। রাজ্যপাল ‘ব্যাকডোর’ দিয়ে বিজেপিকে এরাজ্যে ক্ষমতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

কল্যাণের নিশানা থেকে বাদ যাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। মেদিনীপুরের সাংসদকে ‘কচি খোকা’ বলেও কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে নিশানা করে তিনি আরও বলেন, ‘‘বিজেপি করতে এসেছো করো, কেউ হাতে চুড়ি পড়ে নেই।’

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।