নয়াদিল্লি: দফায়-দফায় বৈঠকেও মিলল না সমাধান। শনিবার ফের দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকেও রফা-সূত্র অধরাই। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। যদিও আইনে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। জট কাটাতে ফের ৯ ডিসেম্বর বৈঠক।
পঞ্চম দফার বৈঠকেও কৃষি আইন সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হল না। কৃষকরা নিজেদের দাবিতেই অনড়। অবিলম্বে নয়া কৃষি আইন বাতিলের দাবি এদিনও তুলেছেন কৃষক প্রতিনিধিরা। কার্যত সাঁড়াশি চাপে পড়ে কিছুটা হলেও এদিন সুর নরম করতে দেখা গিয়েছে কেন্দ্রকেও। কৃষি আইনে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
জানা গিয়েছে, শনিবার কৃষক-প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেদের মধ্যে আলোচনা সেরে নেন। পরে সেই আলোচনা শুনেই বিজ্ঞান ভবনে এসে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী-সহ একাধিক মন্ত্রীরা। দফায়-দফায় চলে আলোচনা।
এদিন বিজ্ঞান ভবনে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে বৈঠক হয়। নিজেদের দাবিতে অনড় থেকেই কৃষি আইন বাতিলের দাবি তোলেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কৃষকদের সাঁড়াশি চাপে সুর নরম করে আইনে সংশোধনীর প্রস্তাব দেয় কেন্দ্র।
ঠিক হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে আইনে সংশোধনী সংক্রান্ত একটি প্রস্তাব কৃষকদের পাঠানো হবে। তা খতিয়ে দেখবেন কৃষকরা। আগামী ৯ ডিসেম্বর ফের কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা বসবে কেন্দ্র। সেই বৈঠকেই যাবতীয় জটিলতা কাটাতে মরিয়া কেন্দ্রীয় সরকার।