৮২’ ফের নর্থ-ইস্ট পেনাল্টি বক্সে পেনাল্টির জোরালো আবেদন। ইস্টবেঙ্গলের আবেদনে আবারও সাড়া দিলেন না রেফারি

৭৮’ পরিবর্তন নর্থ-ইস্টের। সিল্লার পরিবর্তে মাঠে নামলেন ভিপি সুহের

৭৫’ পিলকিংটনের নেওয়া শট অল্পের জন্য বার উঁচিয়ে মাঠের বাইরে

৭৪’ পরিবর্তন ইস্টবেঙ্গলের। মহম্মদ ইরশাদের পরিবর্তে মাঠে নামলেন ইউজেনসন লিংদো

৭১’ প্রতি-আক্রমণে সুযোগ চলে এসেছিল ইদ্রিসা সিল্লা কাছে। কিন্তু গিনি স্ট্রাইকারের নেওয়া শট অনেক বাইরে

৬৪’ জোড়া পরিবর্তন ইস্টবেঙ্গলের। আঙ্গৌসানার পরিবর্তে নামলেন মহম্মদ রফিক এবং নারায়ণ দাসের পরিবর্তে নামলেন অভিষেক আম্বেকর

৬১’ গোল লক্ষ্য করে পিলকিংটনের দুরন্ত শট প্রতিহত করলেন নর্থ-ইস্ট গোলরক্ষক

৫৭’ গোল লক্ষ্য করে নর্থ-ইস্ট স্ট্রাইকার আপ্পিয়ার শট। সরাসরি দেবজিতের হাতে

দ্বিতীয়ার্ধে বলবন্তের পরিবর্তে মাঠে নামলেন সিকে বিনিথ

কিক-অফ করে শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

প্রথমার্ধের খেলা শেষ। ০-১ গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল

৪৫+২ কর্নার আদায় করে নিল ইস্টবেঙ্গল। কিন্তু সুফল আদায় করে নিতে ব্যর্থ কলকাতা জায়ান্টরা

অতিরিক্ত সময় ২ মিনিট

৪৪’ কর্নার নর্থ-ইস্ট ইউনাইটেডের অনুকূলে

৩৬’ ম্যাঘোমার ফ্রি-কিকে গোল থেকে হ্যান্ডশেকিং দূরত্বে মাথা ছোঁয়াতে ব্যর্থ বলবন্ত

৩৩’ গোওওওল… ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে গোল তুলে নিল নর্থ-ইস্ট ইউনাইটেড। সুরচন্দ্রর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

২৪’ ফের কর্নার ইস্টবেঙ্গলের অনুকূলে। কিন্তু প্রতিহত নর্থ-ইস্টের রক্ষণের জঙ্গলে

২০’ বক্সের মধ্যে ম্যাঘোমাকে বিপক্ষের এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টির আবেদন। কিন্তু রেফারি কর্ণপাত করলেন না ইস্টবেঙ্গলের আবেদনে

১২’ নর্থ-ইস্টের মানব প্রাচীরে প্রতিহত হতে বাইরে পিলকিংটনের ফ্রি-কিক। কর্নার ইস্টবেঙ্গলের অনুকূলে

১১’ বক্সের বাইরে ম্যাঘোমাকে ফাউল করায় বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে

৩’ ম্যাঘোমার ফ্রি-কিক সরাসরি বিপক্ষ গোলরক্ষকের দস্তানায়

২’ জ্যাক ম্যাঘোমাকে ফাউল করে শুরুতেই হলুদ কার্ড দেখলেন আশুতোষ মেহতা। ফ্রি-কিক ইস্টবেঙ্গলের

কিক-অফ করে শুরু হল খেলা

ইস্টবেঙ্গল একাদশ: দেবজিত মজুমদার (গোলরক্ষক), স্কট নেভিল, মহম্মদ ইরশাদ, শেহনাজ সিং, মাত্তি স্টেইনম্যান, আঙ্গৌসানা, সুরচন্দ্র সিং, নারায়ণ দাস, অ্যান্থনি পিলকিংটন, জ্যাক ম্যাঘোমা, বলবন্ত সিং।

নর্থ-ইস্ট ইউনাইটেড একাদশ: গুরমিত সিং (গোলরক্ষক), বেঞ্জামিন ল্যাম্বোট, আশুতোষ মেহতা, গুরজিন্দর কুমার, মাসুর শেরিফ, লালেংমাওয়াইয়া, খাসা কামারা, এন মিতেই, লুইস মাচাদো, কুয়েসি আপ্পিয়া, ইদ্রিসা সিল্লা

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।