কলকাতায় করোনাজয়ী লক্ষ ছাড়াল, উত্তর ২৪ পরগনায় ৯৬ হাজার, একনজরে জেলার চিত্র
কলকাতার পর উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছাড়িয়ে গিয়েছে। বাংলার জেলায় জেলায় করোনা সংক্রমণ কমলেও প্রতিদিনই দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে দুই জেলায়। করোনা সুস্থের সংখ্যাও এদিন একটু বেশি দুই জেলায়। রাজ্যে মোট সংক্রমণ যখন পাঁচ লাখ ছুঁতে চলেছে, তখন দুই জেলাতেই সংক্রমণ দু-লাখ ছাড়িয়ে গিয়েছে। এদিন কলকাতায় করোনাজয়ী লক্ষ পেরিয়ে গেল, উত্তর ২৪ পরগনায় ৯৬ হাজার।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২০৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৯৪। উত্তর ২৪ পরগনায় ৬৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা এদিন অনেকটাই কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৬৫১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২০৩২।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১০৯৯৪৯। শুধু এদিনই কলকাতায় ৭৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৬৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০১৩১০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৯৮৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৬১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০৩২২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। মৃত্যু হয়েছে মোট ২০৩২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৬৪৩২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫২৫৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৫০ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২১৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩২৭২৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩১৮৪০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪০ জন। হুগলিতে ১৮৫ জন বেড়ে আক্রান্ত ২৫৬৮৮ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৩১০, কোচবিহারে ১০৮৩১, দার্জিলিংয়ে ১৫৮৫৬, কালিম্পংয়ে ১৮৬৬, জলপাইগুড়িতে ১২৮৭৮, উত্তর দিনাজপুরে ৫৯৪৭, দক্ষিণ দিনাজপুরে ৭৮৫৪, মালদহে ১১৬৭২, মুর্শিদাবাদে ১১০৩৭, নদিয়ায় ১৮৯৫৯, বীরভূমে ৮৩৫০, পুরুলিয়ায় ৬২৩৫, বাঁকুড়ায় ১০০৯২, ঝাড়গ্রামে ২৬৬৫, পশ্চিম মেদিনীপুরে ১৮২৭৯, পূর্ব মেদিনীপুরে ১৮৪৭১, পূর্ব বর্ধমানে ১০৭৫৩, পশ্চিম বর্ধমানে ১৩৪৮০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।