৪ ডিসেম্বর সোনার দাম ভারতে কোথায় দাঁড়াল! কলকাতার দর শুক্রবার একনজরে
সোনা, রুপোর দামের পর পর পতন খানিকটা আটকে গিয়েছে এদিন সকালের ঘরোয়া বাজারে। ভারতে এদিন সোনার দাম খানিকটা চড়ার দিকে ছিল। এর আগে পর পর ৪ দিন দামের কমতি দেখা গেলেও , এদিন ৪ ডিসেম্বর সোনার দাম বৃদ্ধির দিকে।

সোনার দাম ৪ ডিসেম্বর
সোনার দাম ৪ ডিসেম্বর ১০ গ্রামে এমসিএক্স ফিউচারে ০. ২ শতাংশ বেড়েছে । ফলে সোনার দাম এদিন ৪৯, ৩৮০ টাকা হয়েছে। ৪ ৮ হাজারের ঘর থেকে উঠলেও, সোনার দাম ৫০ হাজারের ঘণ্ডি এদিনও ছুঁতে পারেনি।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৩, ৭৬৭ টাকা। সোনার মতো রুপোতেও এদিন ০. ২ শতাংশ হারে দাম বেড়েছে। এদিকে, সোনা রুপোর ক্ষেত্রে এভাবে দামের চাঞ্চল্য এত সহদে কাচবে না বলে বহু বিশেষজ্ঞের দাবি। এর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে বলে দাবি করা হয়েছে।

কলকাতায় ৪ ডিসেম্বর সোনার দাম
কলকাতায় ৪ ডিসেম্বর সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৫২০ টাকা রয়েছে। ২৪ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় রয়েছে ৫০৬২০ টাকা।

৪ ডিসেম্বর দেশের মেট্রো শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৬, ৫৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০, ৭৯০ টাকা। রাজধানী দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ২৫০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২৬৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৮,৩৩০ টাকা , ২৪ ক্যারেটে দাম ৪৯৩৩০ টাকা।
(তথ্যসূত্র -গুড রিটার্নস )
টুইটে অবমাননাকর মন্তব্য, কঙ্গনাকে আইনি নোটিশ পাঠালো দিল্লি শিখ গুরুদ্বার কমিটি