ব্যাম্বোলিম: আইএসএলে তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল বেঙ্গালুরু এফসি। এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসি’র সঙ্গে প্রথম দু’ম্যাচে ড্র করে শুক্রবার ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে দক্ষিণের ডার্বিতে চেন্নাইয়িনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ব্লুজ’রা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এদিন বেঙ্গালুরুর হয়ে জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী।

একাদশে একটি পরিবর্তন এনে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের লক্ষ্যে এদিন দল সাজান চেন্নাইয়িন কোচ সিসাবা লাজেলো। অন্যদিকে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে একাধিক পরিবর্তন এনে দাক্ষিণাত্য ডার্বিতে দল সাজিয়েছিলেন বেঙ্গালুরু কোচ কার্লোস কুয়াদ্রাত। ম্যাচের ১৫ মিনিটে চেন্নাইয়িন শিবিরে বড় ধাক্কা নেমে আসে চোট পেয়ে অনিরুদ্ধ থাপা মাঠে ছেড়ে বেরিয়ে যাওয়ায়। আশিক কুর্নিয়ানের স্টুডের আঘাতে পায়ে চোট পেয়ে মাঠে ছাড়েন এই মিডফিল্ডার। পরিবর্তে মাঠে নামেন এডুইন বংশপাল।

প্রথমার্ধে কোনও পক্ষই বিপক্ষের গোলমুখে সেই অর্থে আঘাত হানতে ব্যর্থ হয়। প্রথমার্ধে চেন্নাইয়িনের হয়ে একটি মাত্র অন টার্গেট শট আসে রাফায়েল ক্রিভেলারোর পা থেকে। যদিও তা গুরপ্রীত সিং সান্ধুর আস্তানায় জমা পড়ে। অন্যদিকে প্রথমার্ধে দু-একটি ক্ষেত্রে বিপদের সঞ্চার হয় চেন্নাইয়িন ডিফেন্সে। একটি ক্ষেত্রে জুয়াননের জোরালো হেডার রক্ষ পায় চেন্নাইয়িন গোলরক্ষক বিশাল কাইথের দস্তানায়।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে গোলের আরও তাগিদ লক্ষ্য করা যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যে ক্রিভেলারোর ফ্রি-কিক থেকে গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন চেন্নাইয়িনের দীপক ট্যাংরি। কিন্তু উচ্চতাকে কাজে লাগিয়ে তাঁর লুপিং হেডার দস্তানাবন্দি করেন বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত। ৫৬ মিনিটে পেনাল্টির মাধ্যমে চেন্নাইয়িন ডিফেন্সের লকগেট খোলে বেঙ্গালুরু। অনিরুদ্ধ থাপার পরিবর্ত হিসেবে নামা বংশপাল সিলভাকে নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বেঙ্গালুরু। স্পটকিক থেকে মাথা ঠান্ডা রেখে ব্যবধান ১-০ করেন অধিনায়ক সুনীল ছেত্রী।

বাকি সময়টা বিক্ষিপ্ত কিছু সুযোগ দু’দল পেলেও তা কাজে আসেনি। একটি ক্ষেত্রে দিমাসের দুরন্ত ফ্রি-কিক শরীর শূন্যে ছুঁড়ে ততোধিক দক্ষতায় রক্ষা করেন চেন্নাইয়িন গোলরক্ষক কাইথ। নইলে ব্যবধান বাড়তে পারত বেঙ্গালুরুর। যাইহোক সেটা হয়নি কিন্তু ছেত্রীর পেনাল্টি থেকে করা গোলই তিন পয়েন্ট এনে দেয় ব্লুজ’দের। তিনম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল ছেত্রীর দল। অন্যদিকে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠস্থানে চেন্নাইয়িন।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।