• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কৃষক আন্দোলনকে সমর্থন আরএসএস-র কৃষক সংগঠনের, এমএসপি-র পক্ষেও জরালো সওয়াল

  • |

আন্দোলনরত কৃষকদের দাবি-দাওয়া শুনতে শনিবার ফের তৃতীয় দফার বৈঠক ডেকেছে কেন্দ্র। এদিকে তার আগেই নয়া কৃষি আইন ও চলমান আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল আরএসএস-র কৃষক সংগঠন ভারতীয় কিষাণ সংঘ (বিকেএস)। এই প্রসঙ্গে শুক্রবার তাদের একটি বিবৃতিও দিতে দেখা যায়।

কৃষক আন্দোলনকে কার্যত সমর্থন বিকেএস-র

কৃষক আন্দোলনকে কার্যত সমর্থন বিকেএস-র

ঘুরিয়ে নাক দেখালেও তাৎপর্যপূর্ণ ভাবে চলমান কৃষক আন্দোলনকে কার্যত সমর্থনই করল ভারতীয় কিষাণ সংঘ। পাশাপাশি ফসলের নূন্যতম সহায়ক মূল্যের পক্ষেও জোরালো সওয়াল করা হয় বিকেএস-র তরফে। অন্যদিকে এমএসপি-র নীচে ফসল ক্রয়কে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করারও দাবী তোলা হয়। পাশাপাশি সরকারি বেসরকারি সমস্ত মান্ডিতেই এমএসপি নির্দিষ্ট করারও দাবি উঠেছে বলে খবর।

গর্জে উঠেছে পাঞ্জাব হরিয়ানা

গর্জে উঠেছে পাঞ্জাব হরিয়ানা

প্রসঙ্গত উল্লেখ্য, নয়া কৃষি আইন প্রণয়ণের পরেই দেশজুড়ে রাস্তায় নামতে দেখা যায় একটা বড় অংশের কৃষককে। তার সিংহভাগই পাঞ্জাব ও হরিয়ানার। এদিকে রাজ্যজুড়ে একমাসেরও বেশি সময় ধরে আন্দোলনকে সীমাবন্ধ রাখার পর অবশেষে দিল্লি চলো অভিযানের ডাক দেয় সর্বভারতীয় কিষাণ ইউনিয়ন। তারপর থেকেই দফায় দফায় উত্তাল হয়েছে দিল্লি সীমান্ত।

অবস্থান বিক্ষোভে প্রায় ১২ লক্ষ কৃষক

অবস্থান বিক্ষোভে প্রায় ১২ লক্ষ কৃষক

বর্তমানে গাজিয়াবাদ-দিল্লি ২৪ নম্বর জাতীয় সড়ক, উত্তরাখণ্ড-দিল্লি ৯ নম্বর জাতীয় সড়ক, দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানায় অবস্থান বিক্ষোভ করছেন প্রায় ১২ লক্ষ কৃষক। একটাই দাবি বাতিল করতে হবে নয়া কৃষি আইন। এদিকে এর আগে কৃষকদের দাবি দাওয়া শুনতে দু-দফায় বৈঠক করে কেন্দ্র। কিন্তু তারপরেও মেলেনি রফা সূত্র। এদিকে নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিতকরন সহ বিজেপি শাসিত কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এখনও সরব আন্দোলনরত কৃষকরা। তার মাঝেই বিজেপির ‘জাত ভাইয়ের' আন্দোলন সমর্থনে স্বভাবতই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আগে ভাবমূর্তি ধরে রাখতেই নয়া কৌশল ?

একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আগে ভাবমূর্তি ধরে রাখতেই নয়া কৌশল ?

এদিকে সূত্রের খবর, চাপের মুখে পড়ে আইন বাতিল বা আইনে বেশ বড়সড় বদলের রাস্তায় হাঁটতে পারে কেন্দ্র। রাজনৈতিক বিশ্লে,কদের মতে বছর ঘুরতেই একাধিক রাজ্যে বিধানসবাসভা ভোট। তার আগে কিছুতেই নিজেদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাইছে না গেরুয়া শিবির। তাই আন্দোলনের জল বেশিদূর এগোনোর আগেই বদলের পথে হাঁটতে চাইছে কেন্দ্র। এমস্থায় সুকৌশলে বিকেএস-কে ঢাল করা হচ্ছে বলেও মনে করছেন অনেকে।

কলকাতাঃ শুভেন্দু পর্বের ইতি ধরে নিয়েই ভার্চুয়াল বৈঠকে দল বিরোধী কাজে ব্যবস্থার নির্দেশ মমতার

প্রতীকী ছবি

শিশুকন্যা নিগ্রহে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আসানসোলে

English summary
farmers organization of the rss supports the farmer movement in delhi also supports the demand of msp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X