মানুকা ওভালে ধোনির ৮ বছরের রেকর্ড ভাঙলেন জাদেজা, কী বলছে পরিসংখ্যান
ওয়ান ডে সিরিজ হেরে গেলেও মানুকা ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ১১ রানে জিতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যে ক্রিকেটারদের অনবদ্য পারফরম্যান্সের সুবাদে শুক্রবার অস্ট্রেলিয়াকে ম্যাচ হারায় টিম ইন্ডিয়া, তাঁদের মধ্যে অন্যতম রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে কামাল করে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকেও টপকে গিয়েছেন জাড্ডু।

মানুকা ওভালে জাদেজার পারফরম্যান্স
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে ভারত। ডেথ ওভারে চালিয়ে খেলেন রবীন্দ্র জাদেজা। ২৩ বলে ৪৪ রানের ঝড়ো এবং অপরাজিত ইনিংস খেলেন জাড্ডু। পাঁচটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

ধোনিকে টপকে গেলেন জাদেজা
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রান করলেন রবীন্দ্র জাদেজা। এমএস ধোনির আট বছরের রেকর্ড টপকে গেলেন ভারতীয় অল-রাউন্ডার। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একই স্থানে ব্যাট করতে নেমে ৩৮ রান করেছিলেন ধোনি। ভারতীয়দের মধ্যে এতদিন সেটাই ছিল সর্বোচ্চ।

জাদেজার টি-টোয়েন্টি কেরিয়ার
ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা। ২১৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা অপরাজিত ৪৪ তাঁর সর্বাধিক স্কোর। এই ফর্ম্যাটে ৩৯টি উইকেট নিয়েছেন জাড্ডু।

জাদেজার চোট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান রবীন্দ্র জাদেজা। পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, তার কোনও নিশ্চয়তা নেই।

কোন নিয়মে জাদেজার কনকাশান পরিবর্ত চাহাল? কী বললেন কোহলি ও ফিঞ্চ?