• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপি কোন লক্ষ্যে হায়দরাবাদ পুরভোটকে ফোকাস করে এগিয়েছে! নির্বাচনী পরিসংখ্যান থেকে নাড্ডা-শাহ স্ট্র্যাটেজি একনজরে

  • |

আসাদউদ্দিন ওয়েইসি কটাক্ষের সুরে বলেছিলেন , হায়দরাবাদে 'শুধু ট্রাম্প এসে প্রচার করা বাকি আছে ' বিজেপির পক্ষে! মূলত বিজেপির 'বিগ ফোর' নেতার মধ্যে ৩ তারকা প্রচারককেই হায়দরাবাদের ভোট ময়দানে নামিয়ে দেয় বিজেপি। খোদ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ, যোগী আদিত্যনাথরা বিজেপির হয়ে হায়দরাবাদে হাইভোল্টেজ প্রচার পারদ চড়ান। কিন্তু আচমকা একটি পুরভোটের জন্য বিজেপি এভাবে কেন ঝাঁপিয়ে পড়ল?

তেলাঙ্গানা , বিজেপি ও পরিসংখ্যান

তেলাঙ্গানা , বিজেপি ও পরিসংখ্যান

বিজেপি তেলাঙ্গানায় ২০১৮ বিধানসভা নির্বাচনে মাত্র ৭ শতাংশের কিছু ভোট পেয়েছিল। সেখানে আঞ্চলিক দল তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বিশাল ব্যাবধানে ভোট যুদ্ধ জিতে নেয়। এরপর ২০১৯ লোকসভা ভোটে বিজেপির ভোট শতাংশ বাড়ে। ২০১৯ লোকসভা ভোটে বিজেপি , তেলাঙ্গানায় ১৯.৫০ শতাংশ আসন দখল করে। এরপর থেকেই পদ্মক্য়াম্প কোমর বেঁধে নামে তেলাঙ্গানা ভোট নিয়ে। পাখির চোখ হয়ে ওঠে হায়দরাবাদের পুরনিগমের ভোট।

 দাক্ষিণাত্য বিজয় ও বিজেপি

দাক্ষিণাত্য বিজয় ও বিজেপি

মূলত, দাক্ষিণাত্যের কেরল, কর্ণাটক বাদে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারে রয়েছে আঞ্চলিক শক্তি। কর্ণাটকে বিজেপির নিজের সরকার ও কেরলে বামদূর্গ। ফলে বাকি দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে জিততে হলে, আঞ্চলিক শক্তিকে দুরমুশ করাই বিজেপির একমাত্র লক্ষ্য ছিল। সেই দিক থেকে হায়দরাবাদ পুরভোট বিশেষ তাৎপর্য পায় বিজেপির কাছে। হায়দরাবাদে আঞ্চলিক দল টিআরএস-র পতন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হতে থাকে।এছাড়াও তেলাঙ্গানা ঘিরে রয়েছে অন্য এক ফ্যাক্টর।

 অঙ্ক কষে এগিয়েছেন নাড্ডা-শাহরা!

অঙ্ক কষে এগিয়েছেন নাড্ডা-শাহরা!

২২ সালে উত্তরপ্রদেশ ভোট। এরপরের বছর ২০২৩ সালেই রয়েছে তেলাঙ্গানা নির্বাচন। এমন এক প্রেক্ষাপটে ২০২০ র শেষ থেকেই হায়দরাবাদের মতো শহরে বিজেপির গ্রাস শক্ত হলে তা পদ্মক্যাম্পের দাক্ষিণাত্য বিজয়ের স্বপ্নকে সফল করতে পারে! এই ভাবনা নিয়েই মূলত বিজেপি এগিয়েছে বলে ধারণা অনেকের। ২০২৩ সালে তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের হোমওয়ার্ক কার্যত ২০২০ সালের হায়দরাবাদ পুরনিগমের ভোট থেকেই বিজেপি শুরু করতে চাইছে বলে মত অনেকের। আর তার আগে হিন্দুভোটব্যাঙ্ককে টার্গেটে রেখে বিজেপি প্রচার চলাতাে শুরু করে। যা ২০২৩ এ বিজেপিকে অ্যাডভান্টেজ দেবে বলে মনে করা হচ্ছে।

২০১৬ হায়দরাবাদ পুরনিগমের ফলাফল

২০১৬ হায়দরাবাদ পুরনিগমের ফলাফল

এর আগে ২০১৬ সালে হায়দরাবাদের পুরনিগমের ভোটে রাজ্যের শাসকদল টিআরএস ৯৯ টি ওয়ার্ডে জয় লাভ করে। সেই বছর আসাদউদ্দিন ওয়েইসির মিম ৪৪ টি ওয়ার্ডে জয়লাভ করে। বিজেপি সেবার ৩ ওায়ার্ড দখলে রাখতে পারে।আর এবারের ভোটে সেই পিছনে থাকা বিজেপিই কার্যত ডার্ক হর্স হয়ে দাপট দেখিয়েছে হায়দরাবাদে।

English summary
GHMC election results 2020 latest update in Bengali, Why BJP concentrated in Hyderabad polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X