করোনায় প্রাণ গেল সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষার! একদিনেই রাজ্যে মৃত ৩ চিকিৎসক
প্রথম সংক্রমণের পর পার হয়েছে এক বছরেরেও বেশি সময়। এদিকে এখনও করোনা চোখ রাঙানি চলছে গোটা বিশ্বজুড়েই। এদিকে সাধারণ মানুষের পাশাপাশি রোজই বিশ্বজুড়েই মারণ করোনার থাবায় প্রাণ হারাচ্ছেন প্রথমসারির কোভিড যোদ্ধারা। এবার করোনা সংক্রমণের জেরে মৃত্যু হল গর দত্ত মেডিক্যালের অধ্যক্ষা হাসি দাশগুপ্তর। যারে চিকিৎসক মহলের পাশাপাশি শোকের ছায়া প্রশাসনিক মহলেও।

এছাড়াও শুধুমাত্র বৃহঃষ্পতিবারই করোনা সংক্রমণের জেরে রাজ্যে আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ফলত একইদিনে তিন চিকিৎসকের একযোগে মৃত্যুতে শোকেরা ছায়া স্বাস্থ্য মহলে। সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বালিগঞ্জের চিকিৎসক রমেন হাজরা। করোনা মুক্ত হয় বাড়ি ফিরে ফের অসুস্থ হন তিনি। অবশেষে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে করোনা সংক্রমণের পর গত মঙ্গলবার অধ্যক্ষা হাসি দাশগুপ্ত ভর্তি হয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রথমে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে ফের অবনতি দেখা যায়। অবশেষ বৃহঃষ্পতিবারই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে বুধবার রাত থেকেই শরীরে বড় মাত্রায় অক্সিজেনের ঘাটতি দেখা দেয় হাসি দেবী। মূলত সেই কারণেই তাঁর প্রাণপাত হয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। সূত্রের খবর, করোনা উপসর্গ ছিল অধ্যক্ষা হাসি দাশগুপ্ত এবং তাঁর স্বামীরও। পরীক্ষা করাতেই সোমবার রিপোর্ট পজেটিভ আসে। প্রাথমিক ভাবে কোয়ারেন্টাইনে থাকার পর হাসি দেবীর শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবারই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একটি টুইটও করেন তিনি।
আরও এক শুভেন্দু ঘনিষ্ঠের নিরাপত্তা প্রত্যাহার! 'প্রতিহিংসা'র অভিযোগ প্রবীণ নেতার