• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কৃষক বিক্ষোভ ইস্যুতে কানাডাকে কড়া বার্তা ভারতের, জাস্টিন ট্রুডোর উদ্দেশে কী বলল নয়াদিল্লি?

বিদেশমন্ত্রকের তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল৷ এবার কানাডার হাই কমিশনারকে ডেকে, ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাকগলানো থেকে বিরত থাকতে বলা হল বিদেশমন্ত্রকের তরফে৷ প্রসঙ্গত, গুরুপূর্ণিমায় কানাডার শিখদের এক অনুষ্ঠানে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগপ্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী৷

কী বলেছিলেন জাস্টিন ট্রুডো

কী বলেছিলেন জাস্টিন ট্রুডো

যে ভিডিও বার্তায় শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন জানান জাস্টিন ট্রুডো৷ সেই ভিডিও পরিপ্রেক্ষিতেই এবার কানাডার হাই কমিশনারকে ডাকে বিদেশমন্ত্রক। কানাডার হাই কমিশনারকে সতর্ক করে দিয়ে বিদেশমন্ত্রক বলে, 'এমন আচরণ দুই দেশের চুক্তিতে প্রভাব ফেলতে পারে৷'

কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন নিয়ে ভার্চুয়াল বার্তা

কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন নিয়ে ভার্চুয়াল বার্তা

প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন নিয়ে ভার্চুয়াল বার্তায় বলেছিলেন, 'ভারত থেকে কৃষকদের আন্দোলনের খবর আসছে৷ পরিস্থিতি খুবই উদ্বেগের এবং আমরা সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে চিন্তিত (কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের পরিবারের উল্লেখ করা হয়েছে)৷ আপনাদের মনে করিয়ে দিতে চাই যে কানাডা সব সময় শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে সমর্থন করে৷'

কানাডার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়

কানাডার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়

জাস্টিন ট্রুডোর এই মন্তব্য়ের সরকারিভাবে প্রতিবাদ জানিয়ে এদিন কানাডার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়৷ সেখানে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, 'ভারতে কৃষকদের আন্দোলন নিয়ে কানাডিয়ান নেতার মন্তব্য় গ্রহণযোগ্য় নয়৷ এটা সম্পূর্ণভাবে আমাদের অভ্য়ন্তরীণ বিষয়৷ এমন আচরণ চলতে থাকলে, দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তিতে তার গুরুতর প্রভাব পড়তে পারে৷'

কড়া বিবৃতি

কড়া বিবৃতি

যদিও, বিদেশমন্ত্রকের তরফে আগেই একটি বিবৃতি দেওয়া হয়েছিল এ নিয়ে৷ সেখানে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্য়কে অসতর্কিত এবং অযৌক্তিক বলে সমালোচনা করা হয়েছিল৷ এমনকি আন্দোলনকারী কৃষকদের তরফেও, কানাডার প্রধানমন্ত্রীর এই মন্তব্য়কে সমর্থন করা হয়নি৷

'অপারেশন কমল'-এ অনুপ্রাণিত কংগ্রেস, এবার নিজেদের 'ওষুধ'-এর স্বাদ পেতে পারে বিজেপি!

English summary
India Summons Canadian High commissioner to send message to their PM about Farmer protest issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X