কেরলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুরেভি, লাল সতর্কতা তামিলনাড়ুতেও
আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুরেভি। কেরল সরকার শুক্রবার পাঁচটি জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে। কারণ এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় বুরেভি আছড়ে পড়তে চলেছে।

আবহাওয়া দপ্তর তাদের সাম্প্রতিক বুলেটিনে জানিয়েছে, শুক্রবার তা আছড়ে পড়বে। এবং যে কারণে দক্ষিণ কেরল এবং দক্ষিণ তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় লাল সর্তকতা জারি করা হয়েছে। সরকারি ঘোষণায় জানানো হয়েছে যে, তিরুবনন্তপুরম, কোল্লাম, পথনমতিত্তা, আলেপ্পি, ইডুক্কি জেলায় সর্তকতা জারি করা হয়েছে। এবং সেখানে সরকারি ছুটি ঘোষিত হয়েছে।
কেরলে মোট ২০০০টি ত্রাণশিবির খোলা হয়েছে। শুক্রবার পাঁচ জেলায় সমস্ত সরকারি এবং সরকার অনুমোদিত সংস্থায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই পাঁচটি জেলা ছাড়াও আন্তর্জাতিক বিমানবন্দর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। যার ফলে সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি রেখেছে রাজ্য সরকার।