বিজেপি-তৃণমূলকে রুখতে আসন্ন বিধানসভায় শ্রীলেখা-সৌরভ পালোধিকে নির্বাচনী ময়দানে নামাচ্ছে বাম শিবির
ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বাংলায়। এমতাবস্থায় দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এখন থেকেই নির্বাচনে প্রচারে কোমড় বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। এমনকী নির্বাচনী ঘুঁটি সাজানোও শুরু হয়ে গিয়েছে। সম্ভাব্য প্রার্থী নিয়েও চলছে জোর গুঞ্জন। এমতাবস্থায় প্রার্থী তালিকা নিয়ে বড় শোনা চমক দিল সিপিআইএম।

অন্যদিকে যে কোনও মহূহূর্তেই নির্বাচনী দিনক্ষণ ঘোষনা করতে পারে নির্বাচন কমিশন। তাই ইতিমধ্যেই প্রার্থী বাছাই পর্ব শুরু করেছে প্রতিটা রাজনৈতিক দলই। সেই ব্যস্ততার ছবিই ধরা পড়ছে সমস্ত রাজনৈতিক শিবিরেই। এমতাবস্থায় তৃণমূল-কংগ্রেস-বিজেপির মতো প্রস্তুতি নিতে শুরু করেছে সিপিআইএমও। কারণ এবারের নির্বাচন বাম-কংগ্রেসের কাছে আদপে 'প্রেস্টিজ ফাইট’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সঙ্গে রয়েছএ একাধিক নতুন চ্যালেঞ্জ।

এমতাবস্থায় বাম শিবির চাইছে নির্বাচনে এমন কিছু মুখ আনতে যা দিয়ে বড়সড় চমক দেওয়া যায়। আর ঠিক সেই কারণেই তারকা প্রার্থী খুঁজতে ব্যস্ত আলিমুদ্দিন। সূত্রের খবর, ইতিমধ্যেই স্থির করা হয়েছে এবারের নির্বাচনে বাম-কংগ্রেসের পক্ষ থেকে সিপিআইএম প্রার্থী হিসাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পাশাপাশি প্রার্থী করা হতে পারে মীরাক্কেল খ্যাত তারকা সৌরভ পালোধিকেও। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে দলের সিলমোহরও পড়েছে বলে খবর।
বাংলায় করোনা আক্রান্তের পাঁচ লক্ষ ছুঁই ছুঁই, দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুমিছিল অব্যাহত