আইএসএল ২০২০-২১ : নর্থইস্টের বিরুদ্ধে কেমন দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গল
প্রথমবার আইএসএল খেলতে নামা এসসি ইস্টবেঙ্গল প্রথম দুটি ম্যাচ হেরে বসে রয়েছে। এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে শোচনীয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ। গুরুত্বপূর্ণ মোকাবিলায় দলে বেশ কয়েকটি পরিবর্তন ঘটাতে পারেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), ড্যানি ফক্স (অধিনায়ক), স্কট নেভিল, নারায়ণ দাস, সুরচন্দ্র সিং, মাটি স্টেইনম্যান, মহম্মদ রফিক, আন্টোনি পিলকিংটন, জ্যাকুয়াস মাঘোমা, জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং।

নর্থইস্ট ইউনাইটেডর সম্ভাব্য একাদশ
শুভাশিস রায় চৌধুরী (গোলরক্ষক), আশুতোষ মেহেতা, গুরজিন্দর কুমার, লালেনগমাওয়াইয়া, লুইস মাচাদো, ডিলান ফক্স, বেঞ্জামিন লামবোট, খাসা কামারা, ফেড্রিকো গালোগো, কোয়েসি আপিয়া, ইদ্রিসা সিলা।

দুই দলের ছক
শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের কাছে ডু অর ডাই। এই ম্যাচে ৩-৪-১-২ ছক দল সাজাতে পারেন রবি ফাওলার। একই ছকে মাঠে নামতে পারেন নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররা।

কোথায় এবং কখন ম্যাচ
এসসি ইস্টবেঙ্গল ও নর্থইস্ট ইউনাইটডের মধ্যে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। লাইভ স্ট্রিমিং হবে জিও টিভি-তে।