পাঞ্জাব অনেক দূরে, কৃষক বিক্ষোভে তৃণমূলের সমর্থন নিয়ে মমতাকে খোঁচা শমীকের
পাঞ্জাব অনেক দূরে। বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন প্রদীপের তলায় অন্ধকার। যিনি পাঞ্চাবের কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাচ্ছেন তিনি রাজ্যের কৃষকদের অবস্থার কথা জানেন না। বাংলার কৃষকরা যে ভাল নেই তা মুখ্যমন্ত্রী জানেন না। আলু চাষের খরচ পাচ্ছেন না রাজ্যের কৃষকরা। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের কৃষকদের।

মমতাকে আক্রমণ শমীকের
কৃষক বিক্ষোভের আন্দোলনকে সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন অনেকটা দূরে পাঞ্জাব। এতো দূর থেকে মমতার আওয়াজ সেখানকার কৃষকরা শুনতে পাবেন না। সেই আওয়াজের কোনও জোর নেই। কৃষক বিক্ষোভ যখন প্রায় শেষে হয়ে গিয়েছে। অধিকাংশ কৃষকই বিক্ষোভ থেকে সরে এসেছেন।

প্রদীপের নীচেই অন্ধকার
পাঞ্জাবের কৃষকদের সঙ্গে বাংলার কৃষকদের অনেক পার্থক্য রয়েছে। বাংলার কৃষকদের অবস্থা পাঞ্জাবের কৃষকদের অবস্থা অনেক ভাল। বাংলার কৃষকরা আলু চাষের লাভ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য। এদিকে রাজ্যে বাজারে আলুর দাম আগুন। হু হু করে বাড়ছে আলুদাম। অথচ বাংলার কৃষকরা তার দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।

সমস্যা থেকে নজর ঘোরাতে আন্দোলন
রাজ্যে একাধিক সমস্যা থেকে নজর ঘোরাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক আন্দোলন নিয়ে মেেতছেন মমতা। সেকারণেই কৃষক আন্দোলন নিয়ে পথে নামার হুঙ্কার দিয়েছেন মমতা। এমনই অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য আজই পাঞ্জাবের বিক্ষোভরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে কৃষক আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।।

কৃষক বিক্ষোভকে সমর্থন তৃণমূলের
বিজেপিকে চাপে রাখতে কৃষি আইনের প্রতিবাদে কৃষক আন্দোলনের সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই বিক্ষোভ রত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা। চারবার ফোনে কথা বলেছেন তিনি। তাঁরই নির্দেশে ডেরেক ও ব্রায়েন হরিয়ানায় গিয়ে কথা বলেছেন কৃষকদের সঙ্গে। সেখানে গিয়ে দলনেত্রীর বার্তা ফোনে শুনিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আগামিকাল মমতার সঙ্গে কথা বলার কথা শিরোমণি অকালি দলের।
'দুয়ারে দুয়ারে সরকার' নিয়ে এবার তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব! জড়িয়ে পড়লেন মন্ত্রীও