বারাকপুর : আসন্ন বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেইশুরু হয়ে গিয়েছে শাসক – বিরোধী লড়াই। তার আগে দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পানিহাটি বিধানসভার মিলনগড় এলাকায়।

এই ঘটনায় জখম হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী পার্থ সাহা। তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে ঘিরে ধরে লাঠি, বাঁশ দিয়ে আঘাত করে। ঘুষি মেরে তার মুখ ফাটিয়ে দিয়েছে।

অন্যদিকে পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী বলেন, “এই অঞ্চলে বিজেপির কোন দেওয়াল ছিল না । আমাদের দেওয়াল দখল করে ওরা বিজেপির নাম লিখছিল। আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে । ওরা পাল্টা আমাদের ছেলেদের মারতে এসেছিল । তখন যা প্রতিরোধ হওয়ার হয়েছে । আমার ঘরে কেউ চুরি করতে ঢুকলে চোরকে কি আমরা ছেড়ে দেব ? আমাদেরও ২ জন কর্মী জখম হয়েছে ।”

অন্যদিকে, জখম বিজেপি কর্মী পার্থ সাহা বলেন, “পানিহাটি পুরসভার মিলনগড় এলাকায় আমরা বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলাম । সেই সময় তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে ঘোলা থানার পুলিশ এসে বিষয়টা মিটিয়ে দেয় । পুলিশ বলে, বাড়ির মালিক যাদের অনুমতি দেবে তারাই দেওয়াল লিখবে । তাও আমরা অর্ধেক দেওয়াল ছেড়ে লিখছিলাম । কিন্তু ওরা সেসব মানে নি । আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমাকে রাস্তায় ঘিরে ধরে এইভাবে মারল ।”

ঘোলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে পানিহাটি বিধানসভার এলাকায়।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।