• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএলের শেষ থেকেই শুরু নটরাজনের, প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ উইকেট

আইপিএল ২০২০ ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন টি নটরাজন। টিম ইন্ডিয়ার জার্সিতে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ২ উইকেট নিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন তরুণ ভারতীয় ফাস্ট বোলার। এবার জ্বলে উঠলেন দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টিতেও। গলি থেকে রাজপথে প্রবেশের অনন্য উদাহরণ তৈরি করলেন তামিলনাড়ুর ক্রিকেটার।

মানুকা ওভালে নটরাজনের কামাল

মানুকা ওভালে নটরাজনের কামাল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়ন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান তোলে ভারতীয় ক্রিকেট দল। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫০ রান পর্যন্ত পৌঁছতে পারে অস্ট্রেলিয়া। সৌজন্যে টি নটরাজনের দুর্দান্ত বোলিং। ম্যাচে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছন ভারতীয় ফাস্ট বোলার। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, ওপেনার ডি'আরসি শর্ট এবং মিচেল স্টার্কের উইকেট তুলে নিয়েছেন নটরাজন।

ওয়ান ডে-তেও কামাল করেন নটরাজন

ওয়ান ডে-তেও কামাল করেন নটরাজন

ওয়ান ডে সিরিজ হেরে গেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মানুকা ওভালে সিরিজের শেষ ম্যাচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে ১০ ওভার বল করে ৭০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন টি নটরাজন।

আইপিএল ২০২০-তে নটরাজনের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে নটরাজনের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৬টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন টি নটরাজন। টুর্নামন্টে ৬০টিরও বেশি ইয়র্কার ডেলিভারি করেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার। যা দেখে মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব।

বুমরাহের পরিবর্তে নেমে কামাল

বুমরাহের পরিবর্তে নেমে কামাল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দলের স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরাহকে বিশ্রামে পাঠায় টিম ইন্ডিয়া। পরিবর্তে টি নটরাজন নেমে কামাল করেছেন। একই সঙ্গে জাতীয় দলে নিজের জায়গা কার্যত পাকাও করেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার। পরের ম্যাচে জসপ্রীত বুমরাহ দলে ফিরলে নটরাজনকে রেখে বাদ দেওয়া হতে পারে মহম্মদ শামিকে।

প্রথম একাদশে না থেকেও টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়ে ইতিহাস গড়লেন চাহাল

English summary
T Natarajan shines in T20 against Australia like ODI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X