ক্যানবেরা: সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচের পর প্রথম টি-২০৷ তাঁর ব্যাটে ভর করে জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ কিন্তু চোটের কারণে শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে কনকাশন পরিবর্ত হিসেবে তাঁর জায়গায় যুবেন্দ্র চাহাল মাঠে নামায় সিরিজের বাকি ম্যাচ গুলিতেও খেলা হচ্ছে না রবীন্দ্র জাদেজার৷
তিন ম্যাচের টি-২০ সিরিজের বাকি দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলন জাদেজা৷ এমনটাই বোর্ডের তরফে এক রিলিজ বার্তায় জানানো হয়েছে৷ বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, ‘জাদেজাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে শনিবার সকালে তার স্ক্যান করা হতে পাবে৷ তবে সিরিজের বাকি দু’টি টি-২০ ম্যাচে খেলতে পারবে না৷’
জাদেজার পরিবর্তের সিরিজের বাকি দু’টি টি-২০ ম্যাচের জন্য শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছে৷ শুক্রবার মানুকা ওভালে প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। কিন্তু এই জয়ের মধ্যেও মাথাচাড়া দিয়েছে জাদেজার কনকাশন বিতর্ক৷
ভারতের ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের দ্বিতীয় ডেলিভারি জাদেজার ব্যাটে লেগে হেলমেটে লাগে। তারপর আর ফিল্ডিং করতে নামতে পারেননি টিম ইন্ডিয়ার এই অল-রাউন্ডার৷ এই চোটের কারণে জাদেজার কনকাশনের জন্য আবেদন করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জাদেজার কনকাশন সাব হিসেবে মাঠে নামেন যুবেন্দ্র চাহাল৷
কানকাশন পরিবর্ত হিসেবে মাঠে নেমে বল হাতে ভেল্কি দেখান ভারতীয় এই লেগ-স্পিনার৷ অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যানও চাহালের লেগ-স্পিনে দিশেহারা হন৷ চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন চাহাল৷ ম্যাচের সেরা হন তিনি৷ এর আগে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরে জাদেজার৷ ২৩ বলে তাঁর ৪৪ রানে অপরাজিত ইনিংস ভারতে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়৷
শেষ দু’টি টি-২০ ম্যাচে ভারতীয় দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন) লোকেশ রাহুল (ভাইস-ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার, টি নটরাজন ও শার্দুল ঠাকুর৷