নয়াদিল্লিঃ ক্রমশ বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার মোদী বলেন, করোনা ভ্যাকসিনের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ভ্যাকসিন চলে আসবে বলে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এহেন ঘোষণায় কার্যত কিছুতা হলেও স্বস্তি একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
গোটা দেশে ক্রমশ বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বসে। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হয়। করোনা পরিস্থিতিতে আগামিদিনে সরকারের পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভ্যাকসিন নিয়েও বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন উভয় কক্ষের বিরোধী দলের নেতারা।
বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে তিনটি আলাদা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভ্যাকসিনের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ভ্যাকসিন। সংস্থাগুলিকে সবুজ সঙ্কেত দিলেই ভারতে ভ্যাকসিন।’ ভ্যাকসিন আসলেও কারা পাবেন? মোদীর ঘোষণার পরেই তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
যদিও এই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে তিনি জানিয়েছেন যে, প্রথমে ভ্যাকসিন পাবেন করোনা-যোদ্ধারা। তিনি বলেন, ‘যাদের জন্য ভ্যাকসিন খুব জরুরি তারা আগে ভ্যাকসিন পাবে। এ নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।’ শুধু তাই নয়, খুব শীঘ্রই বিভিন্ন দেশকেও করোনার ভ্যাকসিন দিয়ে সাহায্য করা হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, জেনোভা বায়ো ফার্মাসিউটিক্য়াল লিমিটেড, বায়োলোজিক্যাল ই লিমিটেড, ডঃ রেড্ডিস ল্য়াবরেটরিসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংশ্লিষ্ট সংস্থায় যাঁরা ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে আলোচনা করেন মোদী। এরপরেই ৩ সংস্থাকে ভ্যাকসিন সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ভাষায় বোঝানোর নির্দেশ দিয়েছেন মোদী যাতে ভ্যাকসিনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে তাঁরা বুঝতে পারেন।
প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে কোভিড পরিস্থিতির মোকাবিলা এবং ভ্যাকসিন নিয়ে সংশ্লিষ্ট তিন সংস্থার প্রস্তাব, মতামত চেয়েছেন মোদী।
অন্যদিকে, এই বৈঠকের পরেই সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার শনিবার জানিয়েছেন, শীঘ্রই তাঁরা জরুরিভিত্তিতে ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু করার আবেদন জানাবেন। সপ্তাহ দুয়েকের মধ্যেই আবেদন জানাবেন বলে উল্লেখ করেন পুনাওয়ালা। এরপরেই মোদীর সর্বদল বৈঠকের ডাকেন আজ শুক্রবার। ফলে ভ্যাকসিন নিয়েও বড় ঘোষণা হতে পারে বলে জল্পনা ছিলই। কার্যত সেই জল্পনা সত্যি করে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।