প্রথম একাদশে না থেকেও টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়ে ইতিহাস গড়লেন চাহাল
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে প্রথম একাদশে না থেকেও ম্যাচের সেরা ক্রিকেটার হয়ে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল। রবীন্দ্র জাদেজার কনকাশান সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে কার্যত একাই ভারতকে ম্যাচ জেতালেন লেগ স্পিনার। পেলেন নবাগত টি নটরাজনের সহযোগিতা।

জাদেজার কনকাশান চাহাল
মানুকা ওভালে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে রবীন্দ্র জাদেজা হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি। বাঁ-হাতি অল-রাউন্ডারের কনকাশান সাবস্টিটিউট হিসেবে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে মাঠে নামায় বিরাট কোহলি শিবির। যদিও বিষয়টি নিয়ে আপত্তি তোলে অস্ট্রেলিয়া। তবে তা আমল দেওয়া হয়নি।

চাহালের কামাল
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কনকাশান সাবস্টিটিউট হিসেবে নেমে কামাল করলেন যুজবন্দ্র চাহাল। ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ভারতীয় লেগ স্পিনার। অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ ও ম্যাথু ওয়েডের উইকেট ম্যাচে ভারতের জয়ের রাস্তা তৈরি করে দেন চাহাল।

ইতিহাসে নাম চাহালের
কনকাশান সাবস্টিটিউট হিসেবে বল করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। ইতিহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা।

চাহালের টি-টোয়েন্টি কেরিয়ার
ভারতীয় দলের জার্সিতে ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন যুজবেন্দ্র চাহাল। ৫৮টি উইকেট নিয়েছন লেগ স্পিনার। ২৫ রান দিয়ে নেওয়া ৬ উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সেরা বোলিং স্পেল। আইপিএল ২০২০-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ১৫টি ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন চাহাল।
কনকাশান চাহাল ও নবাগত নটরাজনের দাপটে পর্যুদস্ত অস্ট্রেলিয়া, ১১ রানে জয় ভারতের