নয়াদিল্লি: সারা ভারত কৃষক সভার নেতৃত্বে চলা সরকারের কৃষি আইনের বিরোধিতায় লক্ষ লক্ষ কৃষক রাজধানী ঘেরাও করেছেন। এনডিএ সরকারের সঙ্গে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলির আলোচনা চলার মাঝেই এফআইআর দায়ের করা হলো এআইকেএস সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে।

এফআইআর হয়েছে তা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার প্রাক্তন সিপিআইএম সাংসদ। তিনি এখন দিল্লিতে আছেন। দলীয় কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার নেতৃত্বে চলা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতার নেতৃত্ব দিচ্ছেন। দিল্লি ও হরিয়ানার সীমানায় হান্নান মোল্লা সহ বিভিন্ন সংগঠনের নেতারা ক্রমাগত অবরোধ চালিয়ে যাচ্ছেন।

কৃষক বিক্ষোভ ও রাজধানী ঘেরাও এক সপ্তাহ পার করেছে। সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির দফায় দফায় আলোচনা ব্যর্থ। কোনওভাবেই কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন মানতে নারাজ কৃষকরা। ইতিমধ্যেই ১২ লক্ষের বেশি কৃষক দিল্লির কাছে এসে অবস্থান করছেন।

হরিয়ানা, উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডে ছড়িয়েছে বিক্ষোভ। সেই রেশ গিয়ে পড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। বিক্ষোভরত কৃষকদের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া কিসান সংঘর্ষ সমিতির নেতৃত্বরা জানিয়েছেন, আইন বাতিল না হলে দিল্লি ঘেরাও চলবেই।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।