দেশের গরিবরা কি করোনা ভ্যাকসিন পাবেন? অধীরের কঠিন প্রশ্নের সম্মুখীন মোদী
শীঘ্রই আসছে করোনা ভ্যাকসিন। এদিন করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বলেন, আমাদের বিজ্ঞানীরা কোরোনার ভ্যাকসিন তৈরিতে সফল হওয়ার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। সুলভ ও নিরাপদ ভ্যাকসিন নিয়ে বিশ্ব নজর রাখছে। এরপরই সেই বৈঠকে উপস্থিত থাকা কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ তোলেন, গরিবদের টিকাকরণ নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনাই নেই।

অধীর চৌধুরীর বক্তব্য
এদিন এই বিষয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, 'সরকার বারবার বলে চলেছে যাদের ভ্যাকসিন দেওয়া দরকার, তাদের তা দেওয়া হবে। কিন্তু কে সেটা ঠিক করবে? গরিবদের কী করে ভ্যাকসিন দেওয়া হবে, সে বিষয়ে কোনও পরিকল্পনার কথা আলোচনাই হয়নি।'

ভ্যাকসিন বণ্টন নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা
এদিনে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভ্যাকসিন বণ্টন নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা হয়েছে৷ দেশে তিনটি পৃথক কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে৷ ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না৷ সবুজ সংকেত মিললেই দেশে ভ্যাকসিন মিলবে৷ রাজ্যগুলির সঙ্গে কথাবার্তার মাধ্যমেই ভ্যাকসিনের দাম ঠিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সংকটজনক অবস্থায় থাকা মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে
তিনি জানান, প্রথম দফায় প্রথম সারির কর্মী থেকে স্বাস্থ্য কর্মী, তারপর সংকটজনক অবস্থায় থাকা মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি আরও বলেন, 'কেন্দ্র ও রাজ্য একজোট হয়ে ভ্যাকসিনের বিষয়ে কাজ করছে। কীভাবে ভ্যাকসিন সরবরাহ করা যায় তার জন্য একটি নেটওয়ার্ককেও কাজে লাগাবে সরকার।' বিভিন্ন দলের নেতাদের ভ্যাকসিন সম্পর্কে পরামর্শ লিখিতভাবে জানাতে বলেন তিনি।

কারা করোনার প্রতিষেধকের প্রথম ডোজ পাবেন?
এদিকে আজকের সর্বদল বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য় সচিব একটি রূপরেখা দিয়েছেন৷ কারা করোনার প্রতিষেধকের প্রথম ডোজ পাবেন? সেই বিষয়েই রূপরেখা দেন স্বাস্থ্য় সচিব৷ সেখানেই কীভাবে প্রতিষেধকের বণ্টন হবে, কাদের আগে দেওয়া হবে, তা নিয়ে একটি রূপরেখা পেশ করা হয়েছে৷

১ কোটি স্বাস্থ্য কর্মী করোনার রোধক ভ্যাকসিন
জানা গিয়েছে প্রথম ধাপে প্রায় ১ কোটি স্বাস্থ্য় কর্মী করোনার রোধক ভ্য়াকসিন পাবেন৷ এরপর দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রথম সারিতে যাঁরা লড়াই করছেন তাঁদের প্রতিষেধক দেওয়া হবে৷ সেই তালিকায় রয়েছেন পুলিশ, সশস্ত্র বাহিনী, পুরসভার কর্মী এবং অন্য়ান্য়রা৷

শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতবহ সব্যসাচী, চোখে আঙুল দিয়ে দেখালেন তৃণমূলের ভাঙন রেখা