বাংলায় করোনা আক্রান্তের পাঁচ লক্ষ ছুঁই ছুঁই, দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুমিছিল অব্যাহত
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ ছুঁতে চলেছে। শুক্রবার দৈনিক সংক্রমণ একটু কমলেও মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের দোড়গোড়ায়। সেইসঙ্গে মৃতের সংখ্যাতেও রাশ টানা যাচ্ছে না। ফের ৫০-এর উপরে মৃত্যু হল বাংলায়। এদিকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমার সঙ্গে একইহারে কমছে সুস্থতার সংখ্যাও।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩২০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ৯৩ হাজার ৩১৬ জন। এদিন ৩২০৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৬ হাজার ৫২২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬২৮। এদিন মৃত্যু হয়েছে ৫২ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ৯৬ হাজার ৫২২ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৪ হাজার ৪৫ জন। এদিন ৬১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩২০৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩২১৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৬৩ হাজার ৮৪৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.৪২ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬০ লক্ষ ৪৭ হাজার ২৭৯ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৭১৯২। এদিন টেস্টিং হয়েছে ৪৪৩৫১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২১ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১০৯৯৪৯। এদিন ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১০৩৭২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২১৬ জন বেড়ে হয়েছে ৩২৭২৩। হাওড়ায় আক্রান্ত ৩১৮৪০। এদিন আক্রান্ত হয়েছেন ১৪০ জন। হুগলিতে ১৮৫ জন বেড়ে আক্রান্ত ২৫৬৮৮ জন।