এবারে ফ্রান্সেও বিজয় মালিয়ার কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
এবারে ফ্রান্সেও বিজয় মালিয়ার কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, মোট ১৬ লক্ষ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ যা ভারতীয় মুদ্রার নিরিখে ১৪ কোটি টাকা। আর্থিক তছরূপের অপরাধেই মালিয়ার এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

একটি বিবৃতিতে ইডি জানিয়েছে, তাদের অনুরোধের ভিত্তিতে ফ্রান্সের ৩২ এভিনিউ, এফওসিএইচ-এ বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে ফরাসি কর্তৃপক্ষ৷ বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ইউরো অর্থাৎ প্রায় ১৪ কোটি টাকা। তদন্তে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ মাল্যর অ্যাকাউন্ট থেকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়।
১৯৮৩ সালে ২৮ বছর বয়সে ইউবি স্পিরিটসের চেয়ারম্যান হওয়া বিজয় মাল্য ২০০৫ সালে কিংফিশার এয়ারলাইনসের যাত্রা শুরু করেছিলেন। তবে, শুরুর সাত বছর পরেই তাঁকে লোকসানের কারণে বিমানের চলাচল বন্ধ করতে হয়েছিল। পাশাপাশি জমা হয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ। সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য অনুসারে, মোট দায়বদ্ধতা প্রায় ৯ হাজার কোটি টাকা৷ ২০১৯ সালের জানুয়ারিতে তাঁকে আদালত পলাতক অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করেছিল।