কিক-অফ করে শুরু দ্বিতীয়ার্ধের খেলা

গোলশূন্যভাবে শেষ হল প্রথমের্ধের খেলা

৪৬’ স্টিভেন টেলরের নেওয়া ফ্রি-কিক অরিন্দমের বিশ্বস্ত দস্তানায়

সংযুক্তি সময় ২ মিনিট

৪৪’ জাভি হার্নান্দেজের নেওয়া কর্নার প্রতিহত ওডিশার রক্ষণে

৪২’ মার্সেলিনহোর নেওয়া ফ্রি-কিক থেকে ফের সুযোগ ওডিশার অনুকূলে। কর্নারের বিনিময়ে রক্ষা

৪০’ এটিকে-মোহনবাগানের নেওয়া ফ্রি-কিক ওডিশার রক্ষণ দুর্গে প্রতিহত

৩৪’ কর্নার থেকে সুবর্ণ সুযোগ হাতছাড়া ওডিশার। ফাঁকা গোলে হেডারে বল ঠেলতে ব্যর্থ জ্যাকব ট্র্যাট

৩৩’ কর্নার থেকে সুযোগ এসেছিল ওডিশার কাছে। কিন্তু জ্যাকব ট্র্যাটের প্রচেষ্টা বাগান রক্ষণে প্রতিহত

২৪’ তিরির বাড়ানো বল থেকে সুযোগ এসেছিল রয় কৃষ্ণার কাছে। কিন্তু ফিজি স্ট্রাইকারের নেওয়া শট বার উঁচিয়ে মাঠের বাইরে

২৩’ জাভির নেওয়া ফ্রি-কিক এযাত্রায় নিষ্ফলা

২২’ এটিকে-মোহনবাগানের অনুকূলে ফ্রি-কিক

১৯’ ওডিশা এফসি’র ফ্রি-কিক প্রতিহত এটিকে-মোহনবাগান রক্ষণে

১৭’ ওডিশা এফসি’র ম্যাচের প্রথম কর্নার প্রতিহত সবুজ-মেরুন রক্ষণে

১৫’ বক্সের মধ্যে দুরন্ত ট্যাকলে ওডিশার একটি আক্রমণ প্রতিহত করলেন শুভাশিস

৮’ হলুদ কার্ড দেখলেন এটিকে-মোহনবাগান ডিফেন্ডার তিরি

৭’ রয় কৃষ্ণাকে ফাউল করায় বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক এটিকে-মোহনবাগানের অনুকূলে

কিক-অফ করে শুরু খেলা

এটিকে-মোহনবাগান একাদশ: অরিন্দম ভট্টাচার্য, তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, জাভি হার্নান্দেজ, জয়েশ রানে, প্রবীর দাস, শুভাশিস বোস, রয় কৃষ্ণা, মনবীর সিং।

ওডিশা এফসি একাদশ: কমলজিৎ সিং, শুভম সারাঙ্গি, জ্যাকব ট্র্যাট, স্টিভেন টেলর, হেন্ডরি আন্তোনায়, কোল আলেকজান্ডার, গৌরব বোরা, লইশরাম প্রেমজিত সিং, মার্সেলিনহো, নন্দ কুমার, দিয়েগো মৌরিসিও।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I