• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কেন্দ্রের সঙ্গে বৈঠকে আশা দেখছেন কৃষক নেতারা! ফের বৈঠক ৫ ডিসেম্বর

  • |

নতুন কৃষি আইন (farm laws) নিয়ে কেন্দ্রের (central govt) সঙ্গে কৃষক (farmers) নেতাদের চতুর্থ রাউন্ডের বৈঠক এদিন শেষ হয়েছে। এদিনের বৈঠক সাতঘন্টা চলে চলে বলে জানা গিয়েছে। বৈঠকে সরকারের সামনে রাখা কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এদিনের বৈঠক অসম্পূর্ণই রয়ে গিয়েছে। তবে কেন্দ্র আগেই জানিয়েছিল, নতুন কৃষি আইন কোনওভাবেই প্রত্যাহার করা হবে না।

বিক্ষোভ তুলে নিতে আবেদন

বিক্ষোভ তুলে নিতে আবেদন

এদিন বৈঠকের পর কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা চলছে। বৈঠকে সরকার কৃষকদের সমস্যার কথা শুনছে। এদিন তিনি কৃষকদের কাছে আবেদন জানান বিক্ষোভ সমাপ্ত করা হোক। বিশেষ করে ঠাণ্ডা এবং, দিল্লির মানুষের অসুবিধার কথা চিন্তা করে তিনি এই আবেদন জানিয়েছেন।

 সরকার খোলা মনে আলোচনা করছে

সরকার খোলা মনে আলোচনা করছে

নরেন্দ্র সিং তোমার বলেছেন, আগের দিন এবং এদিনের বৈঠকে বেশ কিছু বিষয় উত্থাপিত করা হয়েছে। কৃষক সংগঠনগুলি এগুলি নিয়েই বিশেষভাবে চিন্তিত বলে মন্তব্য করেছেন তিনি। কৃষিমন্ত্রী আরও বলেছেন সরকারের কোনও ইগো নেই। সরকার খোলা মনেই আলোচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেছেন, কৃষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে নতুন আইনগুলি এপিএমসিকে শেষ করবে। কিন্তু সরকার চেষ্টা করবে কীভাবে এপিএমসিকে আরও শক্তিশালী করা যায় এবং এর ব্যবহার বৃদ্ধি করা যায়, সেব্যাপারে চিন্তাভাবনা করবে। তিনি আরও বলেছেন, নতুন আইনে বেসরকারি মাণ্ডিগুলিকে এএমপিসির আওতার বাইরে রাখা হয়েছিল। এবার এএমপিসির আওতায় বেসরকারি মাণ্ডির পাশাপাশি এএমপিসির আওতায় থাকা মাণ্ডিগুলির যাতে সমান শুল্ক হয় সেব্যাপারে চিন্তা ভাবনা করা হবে।

মন্ত্রী আরও বলেছেন, নতুন আইনে বলা হয়েছে, কৃষকরা, তাঁদের অভিযোগ নিয়ে এসডিএম আদালতে যেতে পারবেন। কৃষক সংগঠনগুলি ভাবছে এসডিএম আদালত হল নিম্ন আদালত। সেই কারণে কৃষকরা আদালতে যাওয়ার অনুমতি চাইছেন। সরকার এবিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।

সমস্যার সমাধান হবেই, দাবি মন্ত্রীর

সমস্যার সমাধান হবেই, দাবি মন্ত্রীর

এদিন কৃষি মন্ত্রী বলেছেন, সরকার আলোচনা শুরু করেছে। বেশ কিছু বিষয় সরকারের সামনে রাখা হয়েছে। এর সমাধান হবে বলে জানিয়েছেন তিনি। সেইজন্য তিনি কৃষকদের কাছে আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

এদিন সরকারের সঙ্গে বৈঠকের পর ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত বলেছেন, সরকার ফসলের ন্যুতন সহায়ক মূল্যের ব্যাপারে নিয়ে আশ্বাস দিয়েছেন। ফলে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে।

কৃষিমন্ত্রীর আশ্বাস

কৃষিমন্ত্রীর আশ্বাস

এদিন চতুর্থ দফার কৃষক ও সরকারের মধ্যে বৈঠক অসম্পূর্ণ থেকে গিয়েছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, কৃষকদের জন্য ন্যুনতম সহায়ক মূল্য কখনই তুলে নেওয়া হবে না। পরবর্তী বৈঠক ৫ ডিসেম্বর শনিবার দুপুর দুটোয় হবে বলে দুইপক্ষই জানিয়েছে।

বাংলায় করোনা আক্রান্ত তিন হাজার পার, জেলাগুলিতে বাড়ল মৃত্যু

English summary
Farmers leaders says little progress in seven hour meeting with Centre ends today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X