আইএসএল ২০২০-২১ : কৃষ্ণার শেষ মিনিটের গোলে ওড়িশাকে হারিয়ে ফের লিগ শীর্ষে এটিকে মোহনবাগান
রয় কৃষ্ণার শেষ মিনিটের গোলে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওড়িশা এফসি-কে হারাল এটিকে মোহনবাগান। সেই সঙ্গে ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তিন ম্যাচ খেলে ৯ পয়েন্টে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে সম পরিমাণ ম্যাচ খেলে ১ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ওড়িশা এফসি।

ওড়িশা এফসি-র বিরুদ্ধে সম্পূর্ণ অন্য রণনীতি নিয়ে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলতে নামে এটিকে মোহনবাগান। আল্ট্রা-ডিফেন্সিভ ভাবনা থেকে বেরিয়ে আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে দল নামান সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। ফলে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ডি বক্সে নাড়াচাড়া শুরু করে দেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। রয় কৃষ্ণাদের একের পর এক পরিকল্পিত আক্রমণে নাজেহাল হয়ে যায় ওড়িশা এফসি-র ডিফেন্স। সেই সময় বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন মনবীর সিংরা। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক রণনীতি নিয়েই খেলতে নামে এটিকে মোহনবাগান। প্রতি-আক্রমণে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশ কয়েকবার সমস্যায় ফেলে দেয় ওড়িশা এফসি। কয়েকটি ক্ষেত্রে গোলের কাছে পৌঁছেও গিয়েছিল পরাজিত দল। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও গোলশূন্য অবস্থায় লড়াই চালিয়ে যাচ্ছিল দুই দল। তবে আক্রমণ-প্রতি আক্রমণ পরিস্থিতিকে রুদ্ধশ্বাস করে তুলেছিল।
অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে মাঝমঠে একটি ফ্রি-কিক পেয়ে যায় এটিকে মোহনবাগান। হাফ লাইনের পিছন থেকে স্পট কিকে বল ওড়িশা এফসি-র ডি বক্সে ভাসিয়ে দিয়েছিলেন তিরি। সেই বল পেয়ে হেডে গোল করে দলকে তৃতীয় জয় এনে দেন সবুজ-মেরুনের বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণা। ম্যাচ শেষের বাঁশি বাজে এর কিছুক্ষণ পরে।
বৃহস্পতিবারের ম্যাচে ৫৩ শতাংশ বলের দখল থাকে এটিকে মোহনবাগানের পক্ষে। ৪৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখে ওড়িশা এফসি। ম্যাচে ৩৫৮টি পাস খেলে জয়ী দল। গোলমুখে ১২টি শট নেন রয় কৃষ্ণারা।