কৃষক আন্দোলনেও 'টুকরে টুকরে গ্যাং'! বিতর্কিত দাবি বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির
দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিকে শাহিনবাগে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। কৃষকদের বিক্ষোভের মাঝে এই দাবি করলেন দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেন, কৃষকদের উসকে দেশের রাজধানীতে শাহিনবাগের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে টুকরে টুকরে গ্যাং।

আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে। সমস্যা সমাধানের লক্ষ্যে আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলি।

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির দাবি
এর আগে একটি বিবৃতিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দাবি করেন, কৃষকদের প্রতিবাদী আন্দোলন থেকে খালিস্তানের সমর্থনে স্লোগান উঠেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে হুমকি দেওয়া হয়েছে। ফলে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। দেশে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।

কী বললেন মনোজ তিওয়ারি
তিনি বলেন, 'যেসব ব্যক্তি বা দলগুলি শাহিনবাগে এনআরসি ও সিএএ-র বিরোধিতা করেছিল কৃষকদের আন্দোলনে তাদের উপস্থিতি রয়েছে। এতেই বোঝা যাচ্ছে টুকরে টুকরে গ্যাং শাহিনবাগ দ্বিতীয় সংস্করণ তৈরি করতে চাইছে। কৃষদের প্রতিবাদ আন্দোলনের সুযোগ নিয়ে দেশে অশান্তি তৈরি করতে চাইছে।'

মনোজ তিওয়ারির আশা
যে কৃষকরা কৃষি আইনের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা যেন এই বাস্তবটা বুঝতে পারেন, সেই আশা করছেন মনোজ তিওয়ারি। তাতে টুকরে টুকরে গ্যাংয়ের উদ্দেশ্যে ব্যাঘাত ঘটবে বলে তাঁর বক্তব্য। তাঁর আরও দাবি, 'ষড়যন্ত্রকারীরা কৃষকদের নামে গোটা দেশে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে। তাই দেশের প্রতিটি নাগরিকের তাদের উদ্দেশ্য ব্যাহত করা উচিত।'
'চ্যালেঞ্জ' সরাসরি কালীঘাটকে! এবার মমতার খাস তালুকে শুভেন্দু অনুগামীদের 'হানা'