সোনার দাম ৩ ডিসেম্বর কোথায় গিয়ে দাঁড়াল! কলকাতার দর একনজরে
করোনার দুটি পর পর ভ্যাকসিন ঘিরে ক্রমাগত তুঙ্গে রয়েছে সোনার বাজারের দরদাম। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ট্রেন্ড ক্রমাগত উচ্চতার দিকে এগোতে শুরু করছে। এমন এক পরিস্থিতিতে সোনার দাম এদিন কোনদিকে গিয়েছে একনজরে দেখে নেওয়া যাক।

সোনার দাম ৩ ডিসেম্বর
৩ ডিসেম্বর সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০গ্রামে ৪৯, ২৫২ টাকা। এদিন সোনার দাম ০. ৬২ শতাংশ বাড়ে ১০ গ্রামে হিসাবে। ফলে দাম বেড়েছে এদিন ৩০৫ টাকা। যার হাত ধরে ৪৮ হাজারের দামের গন্ডি পার হয়েছে সোনার দাম।

রুপোর দাম
এদিন রুপোর দাম ০.৭৭ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে বিয়ের মরশুমে রুপোর দাম ৬৩,৮১২ টাকা হয়েছে। রুপোর দাম এদিন ৪৮৭ টাকা বেড়েছে এক কেজিকে।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৫১০ টাকা হয়েছে। অন্যদিকে ২৪ ক্যারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম হয়েছে ৫০, ৬১০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
দেশের অন্যান্য শহরে সোনার দামের তালিকায় আগেই দেখা যাক রাজধানীর পরিস্থিতি। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,০৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনরা দাম রাজধানীতে ৫২৪১০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৬,৪১০ টাকা দাম সোনার, ২৪ ক্যারেটে দাম ৫০, ৬৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮১৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯১৪০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)
ভিলেন ঘূর্ণাবর্ত! কবে নামবে তাপমাত্রা, বাংলার জন্য আবহাওয়ার কোনও পূর্বাভাস