আমেরিকায় করোনা পরিস্থিতি ভয়াবহ! মৃত্যুর নিরিখে ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড
আমেরিকায় (usa) করোনা পরিস্থিতি (coronavirus) ভয়াবহ আকার নিয়েছে। বুধবার সেখানে ২৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যা এখনও পর্যন্ত ২৪ ঘন্টার সেদেশে সর্বোচ্চ মৃত্যু। সেখানকার স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্যকর্মী এবং পরিষেবার সুবিধা অপ্রচুল।
২০২১-এর ভোটের ফল অনুব্রত মণ্ডলের হাতে! বুথ কমিটির সভায় করলেন ঘোষণা

হাসপাতালে ভর্তি ১০০, ২২৬ জন
বুধবারের নিরিখে আমেরিকার হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন ১০০, ২২৬ জন। যা করোনা মহামারি আকার নেওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যা। বুধবার সেখানে গড় আক্রান্তের সংখ্যা ১৬৪, ১০৩। জুলাইয়ের গ্রীষ্মের থেকে ২.৫ গুণ বেশি।

২৮৩৩ জনের মৃত্যু
আমেরিকায় বুধবারের নিরিখে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৪, ৩১৪, ২৬৫ জন। নতুন আক্রান্ত হয়েছেন ২০৩, ৭৩৭ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৮৩৩ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৯, ৮৬৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৮, ৪৬২, ৪৩৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫, ৫৭১, ৯৬৪ জন।
অনেক বিশেষজ্ঞ বলছেন, সামনের দিনগুলিতে মৃত্যুর সংখ্যা বর্তমানকেও ছাপিয়ে যাবে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা ৪ হাজারে পৌঁছে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তাঁরা। সামনের সপ্তাহে সেখানে মৃত্যুর সংখ্যা দিনের হিসেবে তিন হাজার ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত এপ্রিলের শেষের দিকে প্রতি সপ্তাহের নিরিখে দিনে সেখানে মৃত্যু গড় সংখ্যাটা ছিল ২২৪০। গ্রীষ্মে সেখানে মৃত্যুর সংখ্যা গড় ছিল প্রতি দিন ১১৩০ জন। এর আগে ১৫ এপ্রিল সেখানে সর্বোচ্চ ২৬০৩ জনের মৃত্যু হয়েছিল।
উত্তর আমেরিকায় ইউএসএ-এর পরেই পরেই রয়েছে মেক্সিকো। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ১,১২২, ৩৬২ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৮৮১৯ জন। মৃত্যু হয়েছে ১০৬, ৭৬৫ জন। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ৮২৫ জনের।
মেক্সিকোর পরেই রয়েছে কানাডা। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৮৯, ৭৭৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৩০৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২, ৩২৫ জনের। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৪ জনের।

শীতের দিনগুলি হবে ভয়ঙ্কর
প্রতিদিন করোনা আক্রান্ত এবং হাসপাতালে ভর্তির সংখ্যা এমনভাবে বাড়ছে যে, সিডিসি ডিরেক্টর রবার্ট রেডফিন্ড বুধবার বলেছেন, শীতের মাসগুলিতে তা ভয়াবহ আকার নিতে যাচ্ছে। দেশের জনস্বাস্থ্যের ইতিহাসে খুব কঠিন সময় আসছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ভাইরাসের তৃতীয় প্রবাহ চলছে
প্রশাসনের তরফে বলা হয়েছে আমেরিকায় এখন করোনা ভাইরাসের তৃতীয় প্রবাহ চলছে। বিশেষ করে মিড ওয়েস্ট এবং ওয়েস্টে।