কলকাতা: বাংলায় মোট মৃতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়াল৷ মোট আক্রান্ত আরও ৫ লক্ষের কাছাকাছি৷ তবে এই মূহুর্তে সক্রিয় আক্রান্ত ২৪ হাজারের সামান্য বেশি৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,২৪৬ জন৷ বুধবার ছিল ৩,২৭১ জন৷ তুলনামূলক দৈনিক আক্রান্তের সংখ্যাটা সামান্য কমল৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৯৩ হাজার ৩১৬ জন৷

গত ২৪ ঘন্টায় বাংলায় ৪৯ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার ছিল ৫১ জন৷ ফলে দৈনিক মৃতের সংখ্যাটাও একটু কমল৷ কিন্তু মোট মৃতের সংখ্যাটা বেড়ে ৮,৫৭৬ জন৷

মৃত ৪৯ জনের মধ্যে কলকাতার ১২ জন৷ আর উত্তর ২৪ পরগণার ৫ জন৷ দক্ষিণ ২৪ পরগণায় ৪ জন৷ হাওড়ার ৮ জন৷ হুগলী ৪ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ পুরুলিয়া ১ জন৷ নদিয়া ৩ জন৷ মালদা ১ জন৷ জলপাইগুড়ি ২ জন৷ কোচবিহার ১ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷

রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,২৫৭ জন৷ বুধবার ছিল ৩,২৭৫ জন৷ তুলনামূলক কম৷ তবুও বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৬০ হাজার ৬৩৪ জন৷ সুস্থতার হার বেড়ে ৯৩.৩৮ শতাংশ৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ২৪ হাজারের সামান্য বেশি৷ তথ্য অনুযায়ী, ২৪ হাজার ১০৬ জন৷ বুধবার ছিল ২৪ হাজার ১৬৬ জন৷ তুলনামূলক ৬০ জন কম৷

এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৬০ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৬০ লক্ষ ২ হাজার ৯২৮ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৬৬,৬৯৯ জন৷ একদিনে ৪৪ হাজার ১৩০ টি৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।