ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে দারুণ শুরু করেও ক্রমশ ছন্দ হারাচ্ছিল পিএসজি৷ কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় পেল ফরাসি চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে ওঠার সম্ভাবনা জোরাল করল পিএসজি৷

বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ‘এইচ’ গ্রুপের ম্যাচে দুই ব্রাজিলিয়ানের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইডেটকে ৩-১ গোলে হারায় পিএসজি। ম্যাচের ৬ মিনিটে নেইমারের গোলে পিএসজি এগিয়ে গেলেও মার্কাস র‌্যাশফোর্ডের গোলে সমতা ফেরায় ম্যান ইউ। তবে সেটা ৩২ মিনিটে৷ প্রথমার্ধো ১-১ গোলে শেষ হয়৷ দ্বিতীয়ার্ধে মার্কিনিয়োসের গোলে ব্যবধান বাড়ায় পিএসজি৷ তারপর ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমারের গোলে জয়কে ‘বদলা’র জয় এনে দেন লিগ ওয়ানের দলটির সবচেয়ে বড় তারকা নেইমার।

সেই সঙ্গে প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ নিল পিএসজি। অক্টোবরে ম্যান ইউ-র কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল গতবারের রানার্স৷ শুধু তাই নয়, ২০১৮-১৯ মরশুমে ম্যান ইউ-র বিরুদ্ধে নিজেদের মাঠে শেষ মুহূর্তের পেনাল্টিতে ৩-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বাদ পড়েছিল প্যারিসের এই ক্লাবটি। সেবার চোটের কারণে ছিলেন না নেইমার৷ ভিআইপি বক্সে অসহায় চোখে দেখেছিলেন শেষ মুহূর্তে হাস্যকর পেনাল্টিতে গোল খেয়ে তাঁর দলের ছিটকে যাওয়া।

এদিন যেন বদলা নিতেই মাঠে নেমেছিলেন পিএসজি ফুটবলাররা৷ নেইমারের নৈপুণ্যে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে চলে যায় নেইমারে কাছে৷ দূর থেকে জোরালো শটে গোল করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের আসরে এবার এটি তাঁর দ্বিতীয় গোল।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারত৷ তবে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির জোরালো শট ঝাঁপিয়ে আটকে দেন ম্যান ইউ গোলরক্ষক দাভিদ হিয়া। ২১ মিনিটে লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে তাঁকে মাথা দিয়ে গুতো মেরে বসেন ম্যান ইউ-র মিডফিল্ডার ফ্রেড। এই ঘটনাকে কেন্দ্র দুই দলের খেলোয়াড়রা কিছুক্ষণের জন্য বিবাদে জড়িয়ে পড়েন। পরে ভিএআরের সাহায্যে ফ্রেডকে হলুদ কার্ড দেখান রেফারি।

৩২ মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। অঁতনি মার্সিয়ালের শট পিএসজি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর এক সতীর্থের পা-ঘুরে ডি-বক্সের মুখ দাঁড়ানো র‌্যাশফোর্ডের কাছে৷ তাঁর জোরালো শট জালে জড়িয়ে যায়৷

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করে ইউনাইটেড। দারুণ এক প্রতি-আক্রমণে র‌্যাশফোর্ড মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে সতীর্থের সঙ্গে একবার দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছে মার্সিয়ালকে খুঁজে নেন। কিন্তু ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন ফরাসি এই ফরোয়ার্ড।

৬৪ মিনিটে বাঁ-দিক থেকে ফ্লোরেন্সির ক্রসে মার্কিনিয়োসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়। এর পাঁচ মিনিট পর আরও ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পরের মিনিটেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনে খেলতে হয় ম্যান ইউ-কে। এররেরাকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রেড৷ তারপর ম্যাচের ৯১ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন নেইমার। রাফিনিয়ার কাটব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে প্লেসিং শটে স্কোরলাইন ৩-১ করেন ব্রাজিলীয় সুপারস্টার।

পঞ্চম রাউন্ড শেষে ম্যান ইউ, পিএসজি ও লাইপজিগের পয়েন্ট সমান৷ তিন দলেরই পয়েন্টই ৯। তবে গ্রুপ শীর্ষে রয়েছে ইংলিশ ক্লাবটি। পরের দু’টি স্থানে রয়েছে যথাক্রমে পিএসজি ও লাইপজিগ।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I