জাতপাতের বিচারে আর এলাকার নাম নয়! মহারাষ্ট্রের উদ্ধব সরকারের অভূতপূর্ব পদক্ষেপ
কোনও বিশেষ জাতির নামে কোনও এলাকার নাম , এদেশের বুকে নতুন ঘটনা নয়। তবে এবার সেই রাস্তা থেকে সরে এসে মহারাষ্ট্র সরকার বড়সড় পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের উদ্ধব সরকার এবার এই জাতপাতের নামযুক্ত এলাকাগুলির নাম পাল্টাতে চলেছে।

নাম পাল্টানোর খবর আগেও এসেছে উত্তর প্রদেশ থেকে। তবে সেখানে ধর্মীয় গন্ধ রয়েছে বলে অনেকেই দাবি করেন। এবার মহারাষ্ট্র সরকার নিজের রাজ্যে জাতপাতের বিচারে থাকা এলাকার নাম বদলাতে চলেছে। মারাঠা মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সামাজিক ঐক্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
যে সমস্ত এলাকার নাম জাতপাতের বিচারে ছিল, সেই এলাকায় নামী ব্যক্তিত্বদের নাম অনুসারে নতুন নামকরণ হবে বলে খবর। যেমন, সমতা নগর, ভীম নগর, জ্যোতি নগর, ক্রান্তি নগর এমনভাবে নামকরণ হবে। এর আগেও মহারাষ্ট্র জুড়ে সামাজিক সংহতি রক্ষা করতে পুরনো বিজেপি সরকা রকে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। তবে উদ্ধব সরকারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশে বিরল ঘটনা।
দুটি পৃথক পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল পূর্ব মেদিনীপুর জেলায় দশটি ঝুপড়ি