আইএসএলে বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়ান এফসি, মুখোমুখি সমরে কার পাল্লা ভারী
শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি। দুই বড় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল, তা দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক ম্যাচ সংক্রান্ত অন্যান্য তথ্য।

মুখোমুখি দুই দল
এখনও পর্যন্ত আইএসএলে সাত বার মুখোমুখি হয়েছে দুই দল। তিন বার জিতেছে বেঙ্গালুরু এফসি। তিন বার জিতেছে চেন্নাইয়ান এফসি। একবার অমীমাংসিত ভাবে শেষ হয়েছে ম্যাচ। তাতে অন্তর্ভূক্ত ২০১৭ সালের আইএসএল ফাইনাল। সেই ম্যাচে বেঙ্গালুরুকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল চেন্নাই।

শেষ দুই ম্যাচের ফল
গত মরশুমের আইএসএলের লিগ পর্যায়ের প্রথম মোকাবিলা জিতেছিল বেঙ্গালুরু এফসিষ ঘরের মাঠে চেন্নাইকে ৩-০ গোলে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা। দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল।

কোথায় ম্যাচ
শুক্রবার গোয়ার জিএমসি স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। জিও টিভিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

পয়েন্ট তালিকায় স্থান
চলতি আইএসএলে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি। সম পরিমাণ ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। প্রথম দল দুই বার এবং দ্বিতীয় দল একবার আইএসএল খেতাব জিতেছে।