চ্যাম্পিয়ন্স লিগ: নেইমারের জোডা় গোলে ম্যাঞ্চেস্টারকে উড়িয়ে দিল পিএসজি, গ্রুপে হাড্ডাহাড্ডি অবস্থান
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে উড়িয়ে দিল পিএসজি। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে জোড়া গোল করে দলকে পয়েন্ট এনে দিলেন নেইমার। শেষবার নেইমার-এমবাপ্পে দলকে প্রথমবারের জন্যে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে তুলেছিলেন।

ম্যাচে জোড়া গোল নেইমারের।
পিএসজির তিন গোলের মধ্যে দুটি গোল নেইমারের। ৬ মিনিটে তাঁর গোলেই ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে পিএসজি লিড পায়।সোলসজায়ারের দলের ডিফেন্স ভেঙে ম্যাচে প্রথম গোলটি করলেন নেইমার। পরে ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ৯১ মিনিটে নেইমার আরও নিজের দ্বিতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধের লিড
৩২ মিনিটে রেড ডেভিলসদের হয়ে মার্কোস ব়্যাশফোর্ড ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচ ৭০ মিনিটের দিকে পৌঁছতেই দ্বিতীয় গোলে স্কোরলাইন ২-১ করে পিএসজি। ৬৯ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোল মারকিউনোসহের। শেষ পর্যন্ত নেইমার শেষ বাঁশ বাজার আগে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন।

গ্রুপে হাড্ডাহাড্ডি অবস্থান
এই মুহুর্তে পিসএজি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দুই দলই গ্রুপ এইচে ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে জার্মানির ক্লাব লেইপজিগও ৫ ম্যাচে ৯ পয়েন্টে রয়েছে। তার গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। তিন দলের, পরের পর্বে যাওয়া এখন নির্ভর করছে গ্রুপ লিগের শেষ ম্যাচের উপর নির্ভর করছে।

শেষ ম্যাচে কে কার মুখোমুখি
শেষ ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ইস্তানবুল বাসাকশেহির, অন্যদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেইপজিগের বিরুদ্ধে খেলবে। প্রসঙ্গত জার্মানির এই লেইপজিগ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে সেমিফাইনাল খেলেছিল।
'চ্যালেঞ্জ' সরাসরি কালীঘাটকে! এবার মমতার খাস তালুকে শুভেন্দু অনুগামীদের 'হানা'