আইএসএল ২০২০-২১ : ওড়িশা এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
আর কিছু সময়ের মধ্যেই ওড়িশা এফসি-র বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য এই দল গত বারের মতো এবারও দারুণ ছন্দে রয়েছে। তাদের অশ্বমেধের ঘোড়া ওড়িশা আটকাতে পারে কিনা, তা তো সময় বলবে। তার আগে আজকের মোকাবিলায় কেমন দল নিয়ে মাঠে নামছে সবুজ-মেরুন, তা জানিয়ে দেওয়া হয়েছে।

কার্ল ম্যাকহাগ ও জাভি হার্নান্ডেজ। থাকবেন শুভাশিস বোসও। আক্রমণভাগে রয়েছেন রয় কৃষ্ণা ও মনবীর সিং। এই দুই তারকার গোলেই এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বড় ম্যাচ জিতেছিল এটিকে মোহনবাগান।
আইএসএলে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। এক ম্যাচ কম খেলে সম পরিমাণ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। আজকের ম্যাচ জিতলে তালিকার শীর্ষে পৌঁছে যাবে ডিফেন্ডিং চ্যম্পিয়নরা। অন্যদিকে দুই ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে রয়েছে ওড়িশা এফসি। তা বলে প্রতিপক্ষ হালকা ভাবে নিচ্ছে না আন্টোনিও লোপেজ হাবাসের দল।