• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আরও চাপে বিজেপি! কৃষি আইনের প্রতিবাদে পদ্ম পুরষ্কার ফেরালেন অকালি প্রধান সুখদেব সিং ধিন্দসা

  • |

দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে আন্দোলনের তেজ। রোজই পাঞ্জাব-হরিয়ানা থেকে দিল্লি সীমান্তে গিয়ে হাজির হচ্ছেন হাজার হাজার চাষী। নয়া কৃষি আইন বাতিল না করা পর্যন্ত তারা এই আন্দোলন থামাবেন না না বলেও ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় পদ্ম বিভূষণ ফিরিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অকালি নেতা প্রকাশ সিং বাদল। এবার সেই একই রাস্তাতেই হাঁটালেন পাঞ্জাবের সাংসদ তথা শিরোমণি অকালি দলের(গণতান্ত্রিক) প্রধান সুখদেব সিং ধিন্দসা।

আরও চাপে বিজেপি! কৃষি আইনের প্রতিবাদে পদ্ম পুরষ্কার ফেরালেন অকালি প্রধান সুখদেব সিং ধিন্দসা

এদিকে নয়া কৃষি আইন কার্যকর হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে সম্মুখসমরে নামতে দেখা গিয়েছে অকালি দলকে। এমনকী এই ইস্যুকে সামনে রেখে তারা এনডিএ জোট ছেড়েও বেরিয়ে যান। এমনকী গত মাস থেকেই কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেসের পাশাপাশি রাস্তায় নামতে দেখা যায় অকালি দলের কর্মী বিপুল কর্মী সমর্থককে। এমতাবস্থায় পদ্ম ভূষণ পুরষ্কার ফিরেয়ে কেন্দ্রকে আরও চাপে ফেললেন অকালি প্রধান সুখদেব সিং ধিন্দসা।

পদ্ম পুরষ্কার ফেরানো প্রসঙ্গে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধিন্দসা বলেন, “ আমি কৃষকদের দাবিকে সম্পূর্ণ ভাবেই সমর্থন করি। আজ দিনের পর দিন একটা দাবিকে সামনে রেখে অবস্থান-বিক্ষোভ করছেন কৃষকরা। এমনকী রাজ্যজুড়ে দু-মাসেরও বেশি সময় ধরে প্রতিবাদ করলেও আন্দোলনরত কৃষকদের দাবি-দাওয়া শুনতে রাজি হয়নি কেন্দ্র। অবশেষে বাধ্য হয়ে দিল্লি চলো অভিযানের ডাক দিই আমরা। এই তীব্র সঙ্কটের সময় কেন্দ্রের দেওয়া এই পদ্ম পুরষ্কার আমার কাছে কার্যত অর্থহীন। ”

English summary
BJP under more pressure! Akali chief Sukhdev Singh Dhindsa returned the Padma award in protest of the Agriculture Act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X