ফিরে দেখা ২০২০: বিষের বছরে করোনা চ্যালেঞ্জের মাঝে ফুটবলে কোন কোন টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজিত হল
বিষের বছর ২০২০! খেলার দুনিয়ায় অভিশপ্ত বছর বললে ভুল বলা হবে না! কোভিডের এই বছরে খেলার দুনিয়ায় প্রচুর ক্ষতি। করোনা ধাক্কায় বিশ্বজুড়ে খেলার মাঠে দীর্ঘ সময় ধরে তালা ঝুলেছিল। ফলে ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে হকি, সব টুর্নামেন্টই আর্থিক ধাক্কা খেয়েছে। শুধু তাই নয় কোপা থেকে ইউরো, ক্রিকেটে টি-২০ বিশ্বকাপ থেকে অলিম্পিক স্থগিত রাখা হয়। মাঠে দর্শক প্রবেশে নিধেষাজ্ঞা থাকায় টিকিট মূল্য থেকেও নেই কোনও রোজগার। এমন এক দুঃস্বপ্নের বছরের মাঝেই ফুটবলে কোন কোন প্রতিযোগিতা সুষ্ঠভাবে আয়োজিত হল দেখে নেওয়া যাক।

করোনার মাঝে আইএসএল ফাইনাল
ভারতে করোনা অতিমারি আকার নেওয়া আগেই আইএসএল ২০১৯-২০ মরসুমের ফাইনাল হয়েছিল। গোয়ার ফতোদরায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফাঁকা মাঠে এটিকে বনাম চেন্নাইয়ান এফসির ম্যাচ আয়োজন করা হয়েছিল। ম্যাচে চেন্নাইয়ান এফসিকে ৩-১ গোলে হারিয়ে এটিকে তৃতীয় বারের জন্য আইএসএল জেতে।

দু'মাস বন্ধের পর বুন্দেশলিগা দিয়ে ফুটবল মাঠে বল গড়াল
করোনা দেখেছে অতিমারি ধাক্কায় ফুটবল দুনিয়ায় ক্ষতির ছবি। ইউরোপে কোভিড পরিস্থিতিতে দু'মাসের বেশি সময় ধরে লা-লিগা থেকে বুন্দেশলিগা, সিরি এ থেকে প্রিমিয়ার লিগ-চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ ছিল। ১৬ মে জার্মানির বুন্দেশলিগায় বল গড়ানো দিয়ে ইউরোপীয় ফুটবলে করোনা পরবর্তী সময়ে ঢাকে কাঠি পড়ে। এরপর একে একে স্পেনের লা-লিগা, ইতালির সিরি এ, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, ইউরোপের ক্লাব সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগে শেষ করা হয়।

নতুন মরসুমের আইএসএল
করোনার মাঝে নতুন মরসুমের আইএসএল হওয়া নিয়েও তীব্র ধোঁয়াশা ছিল। ভারতে করোনা অতিমারির মাঝে টুর্নামেন্ট হবে কিনা, সেই নিয়েই একসময় উদ্বেগ তৈরি হয়েছিল। পরবর্তী সময় ২০ নভেম্বর থেকে নতুন মরসুমের আইএসএল শুরু হয়েছে। কোভিডের বছরে ভারতীয় ফুটবলে বল গড়ানোয় ফ্যানেদের মধ্য়ে খুশির হাওয়া। আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ ঘিরে ফ্যানেদের উন্মাদনার ছবিই তা জানান দিয়েছে।
করোনা ভাইরাসে বিদ্ধ ২০২০-তে বন্ধ হয়ে যাওয়া ফুটবল ইভেন্ট কোনগুলি?