মানুকা ওভালে হওয়া টি-টোয়েন্টি ম্যাচগুলির পরিসংখ্যান দেখে নেওয়া যাক
আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। মানুকা ওভালে হবে ম্যাচ। যে মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ হেরে গিয়েছেন অ্যারন ফিঞ্চরা। তার বদলা শুক্রবারের ম্যাচে নিতে মরিয়া অজি শিবির। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরে বসে থাকা ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টিকেই পাখির চোখ করেছে। তার আগে মানুকা ওভালে হওয়া টি-টোয়েন্টি ম্যাচগুলির পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

১) ক্যানবেরার মানুকা ওভালে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে।
২) এই মাঠে আগে ব্যাট করা দল তিন বার টি-টোয়েন্টি মোকবিলা জিতেছে। পরে ব্যাট করা দল জিতেছে দুই বার। শুক্রবারও যে দল টসে জিতবে, তাকে আগে ব্যাট করার পরামর্শ দিয়েছেন কিউরেটর।
৩) ২০১৮ সালে বিগ বাশ লিগের অন্তর্গত এক ম্যাচে সিডনি থান্ডারের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছিল মেলবোর্ন রেনেগাদেস। টি-টোয়েন্টিতে সেটিই মানুকা ওভালে সর্বোচ্চ স্কোর।
৪) ২০১৫ সালের বিগ বাশ লিগের এক ম্যাচে পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল সিডনি সিক্সার্স। সেটিই মানুকা ওভালে সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর।
৫) মানুকা ওভালে হওয়া টি-টোয়েন্টি মোকাবিলায় প্রথম ইনিংসে গড়ে ১৭১ রান হয়েছে।