ভিলেন ঘূর্ণাবর্ত! কবে নামবে তাপমাত্রা, বাংলার জন্য আবহাওয়ার কোনও পূর্বাভাস
ভোরের দিকটা শীতল হলেও, বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ছে। আগামী তিন থেকে চারদিন সর্বোচ্চ তাপমাত্রা (weather) ২৮ থেকে ২৯ ডিগ্রির আশপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৮ ডিগ্রির আশপাশে। ফলে আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সাধারণভাবে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামলে তাপমাত্রা পরিবর্তন অনুভূত হয়। তবে সেরকম কোনও সম্ভাবনা নেই।

এবার ঘূর্ণাবর্ত পূর্ব উত্তর প্রদেশ ও বিহারে
গত ২৪ ঘন্টায় আন্দামান ও নিকোবরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। নিকোবরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বাকি এলাকার আবহাওয়া শুকনোই ছিল। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ওড়িশায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে, বিহার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওড়িশার ফুলবনিতে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা দুর্বল হয়েছে। তবে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পূর্ব উত্তর প্রদেশ ও সংলগ্ন বিহারের ওপরে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। অন্যদিকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩ থেকে ৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৪.৮ ( ১৪.২ )
বালুরঘাট ১৩.৪ (১৩.৮)
বাঁকুড়া ১৪.৫ ( ১৪.৬)
ব্যারাকপুর ১৩.৫ ( ১২.৯ )
বহরমপুর ১৬.২ (১৬.৮ )
বর্ধমান ১৪ (১৪)
ক্যানিং ১৫.৬ (১৪)
কোচবিহার ১১.১ ( ১১.৭)
দার্জিলিং ৬.৮ (৭.২ )
দিঘা ১৬.১ ( ১৫.১)
কলকাতা ১৫.৯ (১৫.৮ )
মালদহ ১৭.৮ (১৮ )
পুরুলিয়া (১৩ )
শিলিগুড়ি ১২.৭ (১২)
শ্রীনিকেতন ১৩.৮ (১৩.৬ )
জাতপাতের বিচারে আর এলাকার নাম নয়! মহারাষ্ট্রের উদ্ধব সরকারের অভূতপূর্ব পদক্ষেপ