রাজ্যের নয় লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব! নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
পড়ুয়াদের সাইকেল দেওয়ার পর এবার ট্যাব দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। এদিন নবান্নে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, অনলাইনে ক্লাস করে এমন নয়লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়া হবে। একাদশ, দ্বাদশ শ্রেণি এবং হাইমাদ্রাসার ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব
করোনা অতিমারির জেরে রাজ্য তথা দেশের স্কুল কলেজ সব বন্ধ। তাঁদেরকে অনলাইন ক্লাসের ওপরে নির্ভর করতে হচ্ছে। তবে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সমস্যা আরও বেশি। অনেকেরই আর্থিক অবস্থা ভাল নয়। অনেকের কাছেই নেই স্মার্ট ফোন। এবার তাই ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি এদিন জানিয়েছেন, রাজ্যের একাদশ, দ্বাদশ শ্রেণি এবং হাইমাদ্রাসার নয় লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হবে। ট্যাবের মাধ্যমে বারো ক্লাসের ছেলেমেয়েরা পড়াশোনাটা ফলো করতে পারবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে প্রায় ১৪ হাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং ৬৩৬ টি মাদ্রাসা রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব দরপত্র আহ্বান করে ট্যাব কিনে তা ছাত্রছাত্রীদের দেওয়া হবে। ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি পড়ুয়া থেকে অভিভাবক সবাই।

স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত ট্যাবের ব্যবহার
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, করোনা পরিস্থিতির জেরে রাজ্যের স্কুল, কলেজগুলি বন্ধ। ছোট থেকে বড়, সব ছাত্রছাত্রীই অনলাইন ক্লাসের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এব্যাপারে বেসরকারি মাধ্যম এগিয়ে থাকলেও, সরকারি মাধ্যম অনেকটাই পিছিয়ে। উপযুক্ত সরঞ্জামের অভাবে ছাত্রছাত্রীরা ক্লাস করা থেকে বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, একবার ট্যাব হাতে আসলে তা স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত ছাত্রছাত্রীদের কাজে লেগে যাবে। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, সামনের বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা জুন মাসে করতে আলোচনা চলছে।

সরকারি স্কুলগুলিকে দেওয়া হবে কম্পিউটার
এছাড়াও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে একটি করে কম্পিউটার দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলগুলি তাহলে অনলাইনে ক্লাস করাতে পারবে। এছাড়াও রাজ্যের সমস্ত মাধ্যমিক স্কুলকে একটি করে ট্যাব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তিনি নির্দেশ দিয়েছেন।

পড়ুয়াদের জন্য রয়েছে সবুজসাথী প্রকল্প
রাজ্যের নবম ও দশমশ্রেণির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সবুজ সাথী প্রকল্প। ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্য তুলে দেওয়া হয় সাইকেল। এছাড়াও নিচু শ্রেণিতে ব্যাগও দেওয়া হয়।