ওড়িশার বিরুদ্ধে ফেভারিট এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ কোচের কাছে অতীতের হার চিন্তায় রাখছে হাবাসকে
ফেভারিট হিসেবে আজ আইএসএলের তৃতীয় ম্যাচে মাঠে নামছে এটিকে-মোহনবাগান। লিগে এবছর কেরালা ও ডার্বি যুদ্ধে জিতে অভিযান শুরু রয় কৃষ্ণদের। ফলে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সবুজ-মেরুন ব্রিগেড এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ সামনে প্রতিপক্ষ এবার ওড়িশা এফসি।

জয়ের হ্যাটট্রিকের সামনে এটিকে-মোহনবাগান
আইএসএলে এটিকে মোহনবাগানের মতো ওড়িশাও ২টি ম্যাচ খেলেছে। যদিও ১টি ড্র ও ১টি হারের পর ওড়িশা এফসি পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে। তাই দশম স্থানে থাকা ওড়িশার বিরুদ্ধে রয় কৃষ্ণ-উইলিয়ামসরা আজ ম্যাচ জিতলে জয়ের হ্যাটট্রিকের সুযোগের সামনে রয়েছে।

ওড়িশার কারা চিন্তার কারণ
এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচের কাছে বিপক্ষ দলের তিন নাম চিন্তার কারণ। ওড়িশার দুই ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলিনহো লেইতি পেরেরা, দিয়েগো মাউরিসিয়ো ও দলের কোচ স্টুয়ার্ট উইলিয়াম বাক্সটারকে নিয়ে ভাবছেন হাবাস।

ওড়িশার বর্তমান কোচের বিরুদ্ধে অতীতে হেরেছেন হাবাস
ওড়িশার বর্তমান কোচ স্টুয়ার্ট উইলিয়াম বাক্সটারের কাছে অতীতে হেরেছেন হাবাস। ২০১২-১৩ মরসুমে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগে হাবাস বিডভেস্ট উইটসের কোচ ছিলেন। সেই সময় বর্তমান ওড়িশার কোচ স্টুয়ার্ট কাইজার চিফস দলে কোচিং করান। প্রথম পর্বে স্টুয়ার্টের দলের বিরুদ্ধে ১-৩ ব্যবধানে হারার পর, দ্বিতীয় সাক্ষাতে হাবাসের দল ম্যাচ ড্র করে। সেবার লিগে বাক্সটারের দল কাইজার চ্যাম্পিয়ন হয়েছিল। হাবাসের দল চার নম্বরে লিগ শেষ করে।

বিপক্ষ কোচকে সমীহ করছেন হাবাস
সেই কারণেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিপক্ষ কোচকে সমীহ করার কথা জানিয়েছেন হাবাস। এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ জানিয়েছেন, 'ওড়িশার কোচ দুরন্ত, দক্ষিণ আফ্রিকায় দুজনের একই সময় কোচিং করিয়েছে। স্টুয়ার্টকে সমীহ ও শ্রদ্ধা করি।'