অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ হারের পর বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল
ঘরের মাঠ বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে আইসিসি কর্তৃক সদ্য শুরু হওয়া বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার অনেকটা ওপরে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। অনেকটা নেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তালিকার কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হার
তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ দিয়ে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর শুরু হয়ে গিয়েছে। আইসিসি-র বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত এই ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছে অজি শিবির। শেষ ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল।

প্রথম তিনে নেই ভারত
ঘরের মাঠে ভারতকে ওয়ান ডে সিরিজে হারানোর পর আইসিসি-র বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখতে পেরেছে অস্ট্রেলিয়া। দুটি সিরিজ এবং ৬টির মধ্যে চারটি ম্যাচ জিতে ৪০ পয়েন্টে অবস্থান করছে ক্যাঙারুর দেশ। ৬টির মধ্যে তিনটি ম্যাচ জিতে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। তিনটির মধ্যে একটি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

অনেক পিছনে ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরেছে ভারতীয় ক্রিকেট দল। ফলে মাত্র ৯ পয়েন্ট নিয়ে আইসিসি-র বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড রয়েছে বিরাট কোহলিদের ওপরে।

চতুর্থ ও পঞ্চম স্থানে কারা
১০ পয়েন্ট নিয়ে আইসিসি-র বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে যথাক্রমে জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই প্রতিযোগিতায় এখনও একটি ম্যাচও খেলেনি।
করোনা ভাইরাসে বিদ্ধ ২০২০-তে বন্ধ হয়ে যাওয়া ক্রিকেট ইভেন্ট কোনগুলি?